নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি। কল্লোল লাহিড়ী

"তবুও এখনও এতদিন পরেও কেউ কেউ লাস্ট বেঞ্চে হাত তুলে দাঁড়ায়। প্রশ্ন করে। সেইসব প্রশ্ন মুছে ফেলার চেষ্টা করা হয় চটজলদি। কিন্তু সব কিছু কি আর মুছে ফেলা যায়? প্রতিরোধের দেওয়াল লিখন তবুও ফুটে বেরোয়। স্বপ্নগুলো মোক্ষলাভের আশায় রক্ত পলাশ হয়ে ঝরে পড়ে একদিন শহরের রাস্তায়। ঠিক তখনই এক উপাখ্যানের জন্ম হয়।"

নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি
কল্লোল লাহিড়ী

প্রচ্ছদ ও অলংকরণ : মেখলা ভট্টাচার্য
মুদ্রিত মূল্য: ২৮০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।