মগ্নপাষাণ। সূর্যনাথ ভট্টাচার্য

"নগরীতে এসে অবধি সুবর্ণ দেখেছে, এখানে বিস্তর গোলযোগ।পাটলিপুত্রের প্রত্যন্ত অন্ধকার পথগুলির কোথায় কার জন্য মৃত্যু অপেক্ষা করছে, কেউ জানে না। তবু নগরীর জীবনস্রোত বহমান। বিশিষ্ট পথগুলিতে মশাল জ্বলছে। গৃহস্থালির চুল্লীতে এখনও নিয়মিত খাদ্য আরন্ধন হচ্ছে, লোকে পান-ভোজন, নৃত্য-গীতও করছে, কিন্তু তাতে প্রাণের স্ফূরণ নেই। অজ্ঞাত নিয়তির প্রতি কতকটা মরীয়া হয়েই যেন বিপদে উদাসীন নগরবাসী যান্ত্রিক অভ্যাসে তাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত ভবিষ্যতের দিকে বহন করে চলেছে।

সুবর্ণ তার নাতিক্ষুদ্র জীবনে এই বিশাল নগরীর মতো অত্যাশ্চর্য আর কিছু দেখেনি। আশৈশব গ্রামীণ সত্তায় এমন আড়ম্বরপূর্ণ জীবনযাত্রার কল্পনা করা তার পক্ষে সম্ভবও ছিল না।
এ যাবৎ বিশালতা বলতে সুবর্ণ জেনেছে প্রকৃতিদত্ত অদ্রিশিখর ও মহীরুহের উন্নত চূড়াগুলি। মনুষ্যসৃষ্ট নির্মিতিও যে এত বিশালাকায় হয়, এ তার সামান্য বুদ্ধিতে জানা ছিল না। এ নগরীর সব কিছুই বিশাল। বিশাল বিশাল দারুময় অট্টালিকা, তাদের বিশালাকায় স্তম্ভগুলি, স্তম্ভোপরি সুবিশাল খিলান, সুউচ্চ তোরণদ্বার-- সবই সুবর্ণের অকিঞ্চিৎকর অস্তিত্বকে আরও সংকুচিত করে তোলে। আকারের বিশালতার পরে আছে তাদের মহার্ঘতার দ্যুতি। প্রায় সর্বত্রই অট্টালিকাগুলির দুয়ার-গবাক্ষ স্বর্ণরৌপ্যমণ্ডিত। প্রবেশপথগুলি ধাতব কলস ও গোলকে শোভিত।
আর আছে জনসমাবেশ। তিন্দারির অতি জনপ্রিয় উৎসবাদিতেও এত লোক দেখা যায় না। আর সেখানে সবাই প্রায় সবাই পরিচিত। এখানে কেউ কাউকে চেনে না। নগরীর ব্যস্ত অঞ্চলে সকলেই আপন আপন উদ্দেশ্য বিপণন-ব্যাবসায়ে মত্ত। সুবর্ণের মতো সামান্য এক গ্রামীণের দিকে কেউ ফিরেও তাকায় না।
শ্রেষ্ঠী মল্লি জনার্দনের ভূমিতে পুনর্গঠিত নিরাভরণ কুজণ্ডবিহারের এক ক্ষুদ্র পরিবেণে স্থান হয়েছিল সুবর্ণের। ভিক্ষুদের সঙ্গে সে নিয়মিত পূজার্চনায় অংশ নিত, নগর পর্যটনে বোরোত। বাহ্যিক আচরণে সে অন্য ভিক্ষুদের থেকে পৃথক ছিল না। কিন্তু ভিক্ষুদের সঙ্গে এতদিন বাস করেও বৌদ্ধধর্মে দীক্ষা নেয়নি, ভিক্ষুর পরিধান গ্রহণ করেনি। অন্যান্য ভিক্ষুরা তাকে অনেকবার বলেছে সঙ্ঘপ্রধানের কাছে দীক্ষা প্রার্থনা করতে। এ দীক্ষা কী, জানে না সুবর্ণ, তা-ও ভিক্ষুদের কথায় বার কতক থের অমিত্রসিদ্ধির কাছে যাচ্ঞা করেছে সে। প্রতিবারই অমিত্রসিদ্ধি বলেছেন, এখনও সময় হয়নি।"

থের অমিত্রসিদ্ধি, সুবর্ণ, তিন্দারি গ্রাম, পাটলিপুত্র নগরী, মৌর্য সিংহাসন--- এক সূত্রে এসে গ্রন্থিত হচ্ছে কীভাবে, উত্তর মিলবে ঐতিহাসিক উপন্যাস 'মগ্নপাষাণ'-এ।

মগ্নপাষাণ
সূর্যনাথ ভট্টাচার্য

প্রচ্ছদঃ সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্যঃ ৩৬৬ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।