সুপ্রকাশের পাঁচ বছর

লেগে থাকার পাঁচ বছর। স্বাতন্ত্র্যের পাঁচ বছর। বাঙালির মনন-আভিজাত্যের পাঁচ বছর।

সুপ্রকাশের পাশে থাকার জন্য পাঠক, সুপ্রকাশের লেখক, শিল্পী, কর্মী-- সবার কাছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা সমস্ত বিপণীকে, যাঁদের মাধ্যমে আমাদের বই পাঠকের কাছে পৌঁছে যায় প্রতিদিন। কৃতজ্ঞতা সামাজিক মাধ্যমে বই-সম্পর্কিত গ্রুপগুলির কাছেও।

প্রথম দিনের মতো এখনও মতাদর্শনিষ্ঠ সংস্কৃতিকর্মীর দায় পালনই সুপ্রকাশের কাজ। লেগে থাকতে থাকতে বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য লেগে থাকা। :) 

'গায়ের জোরে নয়, ছন্দের জোরে' --বলেছিলেন রবীন্দ্রনাথ। বাঙালির স্বাতন্ত্র্য চিহ্নিত ছন্দটির খোঁজে, ছন্দের সঙ্গে ছন্দ মিলাতে সুপ্রকাশের এই  অভিযাত্রা।

এই অভিযাত্রায় পাশে থাকার জন্য সকলের কাছে রইলো ঋণ ও কৃতজ্ঞতা।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।