গরিলার ঘরকন্না। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী

গরিলার সঙ্গে মানুষের সঙ্গে জিন-সম্পর্কের সাদৃশ্য শতকরা আটানব্বই ভাগেরও বেশি। মানুষের মতো গরিলারাও পরিবার নিয়ে বসবাস করে। কেমন তাদের পরিবার-বন্ধন? পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের রসায়ন, তাদের হাসি-কান্না-ক্রোধ, তাদের অপত্য-যৌনতা-আনুগত্য--- এককথায়, তাদের জীবন-কৌশল ধরা পড়েছিল ডায়ান ফসির সারা জীবনের পর্যবেক্ষণ ও গবেষণায়। 
ভিরুঙ্গার আগ্নেয় পাহাড়ের গরিলাদের ভালোবেসে ডায়ান ফসি নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিতে পেরেছিলেন। কীভাবে তিনি জড়িয়ে পড়েছিলেন এই অলৌকিক সংবেদে-- টুকরো টুকরো কাহিনিতে তারই এক চিত্তাকর্ষক বয়ান – গরিলার ঘরকন্না।    

গরিলার ঘরকন্না
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী

প্রচ্ছদ : ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়
অলংকরণ: রাকেশ দেবনাথ

মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।