টাঁড় পাহাড়ের পদাবলি। মিহির সেনগুপ্ত

"শহরায়ের প্রথম দিন। 'বড়ি মহত্ত্বপূর্ণ দিন হৈ আজ'। এখন সায়ংসন্ধ্যা। ঘাসের জাজিমঅলা উঁচু-নীচু জমির আড়ালে সিংবোঙা ডুব মারছেন। আশেপাশের ঝিল বা হ্রদগুলোতে যে-সব হাঁসেরা হিমালয় এমনকী সাইবেরিয়া থেকে আসে, তারা এখন হ্রদ ছেড়ে সবান্ধবে বিভিন্ন টিলা বা পাহাড়ে নৈশ আশ্রয়ের সন্ধানে উড়ে যাচ্ছে। তাদের পাখার শব্দ এই শীতকালীন আকাশ এবং প্রকৃতিকে নতুন এক চেতনায় যেন জীবন্ত করে। তোপচাঁচির হ্রদে জলের বিস্তার বা গহীনতা খুব কম নয়। এখানে আশ্বিনের শেষ থেকেই শুরু হয় এইসব হাঁসেদের আগমনী। শাল-মহুলের শাখায় পাতায় তখন তাদের পাখার আওয়াজের রেশ বেশ আগাম অনুভব হয়। তখনই এইসব অরণ্য-উপকণ্ঠী বা অরণ্যচর মানুষেরা জানতে পারে এবং দশজনকে জানিয়েও দেয়— 'শহরায় আ গৈল। আভি তো মজাহি মজা।'
এইসব হাঁস যেন শহরায়ের বার্তাবহ অগ্রদূত। " 

টাঁড় পাহাড়ের পদাবলি
মিহির সেনগুপ্ত

অলংকরণঃ পার্থপ্রতিম সরকার, আত্রেরী সাহা

মুদ্রিত মূল্য: ২৫০ টাকা 
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।