বাবার ইয়াশিকা ক্যামেরা। কল্লোল লাহিড়ী

সামনে এই মুহূর্তে যে ছবিটা চেয়ে রয়েছে সেটা হয়তো ইটিন্ডের ঘাট। বাবার ইয়াশিকারই ছবি। বয়ে চলেছে ইচ্ছামতী। দাঁড়িয়ে আছে নৌকাগুলো খেয়া পারাপারের অপেক্ষায়। এখান থেকে বাবা তার মায়ের কাছে ওপারে দেখা করতে যেত। আগে যেটা ছিল একটা সংযোগ রেখা এখন সেটাই বিয়োগান্তক করুণ পরিণতি। খানিকটা এই ভূখন্ডের ইতিহাসের মতোই। কেউ হয়তো সত্যিই বলেছিলেন, ‘পার্টিশান ওয়াজ ডিফিকাল্ট টু ফরগেট, বাট ডেনজারাস টু রিমেমবার’। 

বাবার ইয়াশিকা ক্যামেরা
কল্লোল লাহিড়ী

প্রচ্ছদ-পরিকল্পনা ও অলংকরণঃ মেখলা ভট্টাচার্য
প্রচ্ছদ রূপায়ণঃ শোভন সরকার
মুদ্রিত মূল্য: ৩৩০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।