বাবার ইয়াশিকা ক্যামেরা। কল্লোল লাহিড়ী

সামনে এই মুহূর্তে যে ছবিটা চেয়ে রয়েছে সেটা হয়তো ইটিন্ডের ঘাট। বাবার ইয়াশিকারই ছবি। বয়ে চলেছে ইচ্ছামতী। দাঁড়িয়ে আছে নৌকাগুলো খেয়া পারাপারের অপেক্ষায়। এখান থেকে বাবা তার মায়ের কাছে ওপারে দেখা করতে যেত। আগে যেটা ছিল একটা সংযোগ রেখা এখন সেটাই বিয়োগান্তক করুণ পরিণতি। খানিকটা এই ভূখন্ডের ইতিহাসের মতোই। কেউ হয়তো সত্যিই বলেছিলেন, ‘পার্টিশান ওয়াজ ডিফিকাল্ট টু ফরগেট, বাট ডেনজারাস টু রিমেমবার’। 

বাবার ইয়াশিকা ক্যামেরা
কল্লোল লাহিড়ী

প্রচ্ছদ-পরিকল্পনা ও অলংকরণঃ মেখলা ভট্টাচার্য
প্রচ্ছদ রূপায়ণঃ শোভন সরকার
মুদ্রিত মূল্য: ৩৩০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।