এপার বড়ো মাঘমাস, ওপার বড়ো কুয়া। মিহির সেনগুপ্ত

"আমাদের ভদ্রেশ্বরের এই বাড়িতে এখন আমার গৃহিণী এবং আমি এই দুজনে সকাল ও সন্ধেয় জানলার পাশে বসে বিগত পঞ্চাশ বছরের স্মৃতি রোমন্থন করে যাচ্ছি। আশ্চর্য এই, করোনার বিভীষিকা আমাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কিছুমাত্র হ্রাস করেনি।

বাউল ফকিরেরা গায় --
মানুষ রতন
কর তারে যতন
যাহা তোমার প্রাণে চায়।

আজ এই শেষ বেলায়ও এই সন্তুষ্টি মনে পোষণ করতে পারছি যে, মানুষকে আমরা ভালোবাসতে চেয়েছিলাম।"

এপার বড়ো মাঘমাস
ওপার বড়ো কুয়া

মিহির সেনগুপ্ত

প্রচ্ছদ ও অলংকরণ: সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্য: ২৭০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।