শৈব্যা কথন। জয়া মিত্র

‘সত্যবাদী রাজা’ ‘দানবীর’ হরিশ্চন্দ্র বিনা বাক্যে অন্তঃপুর থেকে পরুষ কঠোরতায় টানতে টানতে হাজির করেছিল রাজ্ঞী শৈব্যাকে, সহস্র লোভী পুরুষের চোখের সামনে। হরিশ্চন্দ্রের সত্য রক্ষার্থে দাসী রূপে বিক্রয়যোগ্য পণ্য তখন সে। 
তারপর বছরের পর বছর অর্ধাহারে, অনাহারে, দাসীরূপে বালকপুত্রকে নিয়ে কেমন করে দিন কাটিয়েছিল শৈব্যা? 
এই সমগ্র সমাজ ব্যবস্থাটাকেই বা কীভাবে দেখছে শৈব্যা? 

শৈব্যা কথন
জয়া মিত্র

প্রচ্ছদ: মেখলা ভট্টাচার্য
মুদ্রিত মূল্য: ১৬০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

সিদ্ধিগঞ্জের মোকাম।। মিহির সেনগুপ্ত।। সুপ্রকাশ।।