স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন || জয়া মিত্র।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত জয়া মিত্রর উপন্যাস 'স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন' পড়ে লিখেছেন পায়েল দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
..............................................
দুটি চরিত্র... দলিত।
দুটি জীবন... কুপ্রথা, বর্বরতা, চরম জাতি বিদ্বেষ সবকিছু অতিক্রম করে যারা বাঁচতে চেয়েছিল ভালোবাসা ও সম্মানের জীবন।
দুটি মৃত্যু... অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে উচ্চবর্ণের প্রতিহিংসা ও লালসা চরিতার্থতার যূপকাষ্ঠে।
এই দুটিকে এক তারে গেঁথে দিয়েছে একটা পাশবিক ‘আঁ আঁ আঁ’ চিৎকার, যার কোনো লিঙ্গভেদ নেই, যা যে কোনো সুস্থ মানুষের বুকের রক্ত জল করে দেয়, সমগ্র অস্তিত্বকে এক ধাক্কায় স্তব্ধ করে দেয়।
পড়ুন জয়া মিত্রের কলমে ‘স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন’। সুখী প্রিভিলেজড জীবন যাপন করা আমাদের ধাক্কা খাওয়া প্রয়োজন আছে।
▪️স্বর্ণকুমারীর মৃত্যু ও জীবন || জয়া মিত্র
সুপ্রকাশ
Comments
Post a Comment