সুপ্রকাশ আয়োজিত বই-প্রকাশ অনুষ্ঠান ও আলোচনা

সুপ্রকাশ আয়োজিত বই-প্রকাশ অনুষ্ঠান ও আলোচনা আগামী ২২ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) কলেজস্ট্রীট কফিহাউসের দোতলায় বইচিত্র সভাঘরে বিকেল সাড়ে চারটে থেকে। আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে সুপ্রকাশের তিনটি বই —
১. অনন্যবর্তী। দুর্লভ সূত্রধর
২. শেষ মৃত পাখি। শাক্যজিৎ ভট্টাচার্য
৩. রাস্তার শুরু। জয়া মিত্র

প্রকাশ করবেন— অভিজিৎ সেন, জয়া মিত্র, অর্দ্ধেন্দুশেখর গোস্বামী, কল্লোল লাহিড়ী, শাক্যজিৎ ভট্টাচার্য, সৌজন্য চক্রবর্তী, মেখলা ভট্টাচার্য। 

📙আলোচনা📙
​📖​'সাহিত্য : লেখক-পাঠক-প্রকাশক'📖​ 
লেখক কী লিখছেন, কেন লিখছেন? প্রকাশক কী প্রকাশ করছেন, কেন প্রকাশ করছেন, কার লেখা প্রকাশ করছেন? পাঠকই বা  কীভাবে দেখছেন লেখা এবং প্রকাশককে? এই তিন পক্ষের পরস্পরের কাছে প্রত্যাশাই বা কী?
এসব অমীমাংসিত প্রশ্ন-উত্তর, যুক্তি-তর্ক-আবেগ— সব কিছু সঙ্গে নিয়েই উপস্থাপক এবং শ্রোতাদের সঙ্গে আলাপচারিতায় থাকবেনঃ অভিজিৎ সেন, জয়া মিত্র, অর্দ্ধেন্দুশেখর গোস্বামী, কল্লোল লাহিড়ী এবং শাক্যজিৎ ভট্টাচার্য। 

সবাইকে সাদর আমন্ত্রণ।

#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

রাস্তার শুরু।। জয়া মিত্র।। সুপ্রকাশ।।