সিদ্ধিগঞ্জের মোকাম। মিহির সেনগুপ্ত

সবাই চলে যেতে কার্তিক আবার পূর্বভাবে ফিরে আসে। আবার সেই আগের প্রক্রিয়ায় গাঁজা সাজানো হয়। গল্প চলতে থাকে। 

কার্তিক দেখছি খলিলের খুব গুণগ্রাহী। বলে, "এগুলোর মইদ্যে বোজজেন নি, খলিল ঠাহুর অইল এট্টা মাইনসের ল্যাহান মানুষ। বাহিগুলান বাহুত্রা।" 

জিজ্ঞেস করি, "খলিল তো মুসলমান, ওকে সবাই ঠাকুর বলে কেন?"

--ও হেয়া বুঝি জানেন না। হেয়া বড় রগড়ের কতা।
--কীরকম, কীরকম?
--তয় হোনেন, মা-য় (অর্থাৎ রায়গিন্নি) তো এহন বুড়া অইছে। য্যাদ্দিন হাতরথ আছেলে, তহন হেনায় দশহাতে ভগবতী। কোনো দিগে কোনো ডিরুডি দ্যাহে নাই কেউ। দুইশো আড়াইশো মাইনসের রান্ধন এক হাতে রান্ধইয়া খাওয়াইতেন। এহন কি হেয়া পারেন? এহন পোলার বউরা আইছে, হে তাে দ্যাহেন এহেক জোন পোকছাও। দশ নম্বরি ড্যাগ আহালের থিহা লামাইতে হ্যারেগো মাজা বেক্কুরা(বেঁকা)। এইসব দেইখ্যা পোলারা কইলে, অইছে বাওন, কাশি যাওন, খলইয়া তুই দ্যাখ, কিছু করণ যায় কিনা। মানুষগুলান পূজা গোণ্ডার দিন না খাইয়া থাকপে? তো হেই অইলে আরাম্ব।

আমি এবার ধন্দে। মুসলমানের ছেলে, যাকে বলে যবনপুত্র। সে হিন্দু বাড়ির বলির পাঁঠার মাংস রাঁধবে, বিনা পেঁয়াজে, হিং দিয়ে। সবাই সার বেঁধে তা বসে খাবে আর তারিফ করবে, এ বড় বিস্ময়। 

কার্তিক বলে, "জামাইবাবু, মিত্যা কমু না, খল্ইয়া বলির পাডাডা প্যাজছাড়া যা রান্দে, হেয়া, কোনো চুৎমারানির পো বাওনের খ্যামতা নাই যে ওই সোয়াদে বানায়। মাথারিগো কথা তো ছাড়ইয়াই দেলাম।"

এর উপর সার্টিফিকেট হয় না। এসব সংবাদে আমার হিসেব গণ্ডগোল হয়। জিজ্ঞেস করি, "কার্তিক, এ নিয়ে কোনাে সমস্যা হয় না?"
---সোমোস্যা ? সোমােস্যা কীয়ের? ও আপনে কইতে আছেন, খল্ইয়া মুসলমান, হ্যার লাইগা? না এহন আর অয় না। পেরথম পেরথম অইতে। তহন দুইচাইর জোন, বুড়া ধুরা এই য্যামন মোগো গোসাই আশন, হ্যারা প্যাখনা ধরছিলে। তহন খলইয়া কয়, হোনো বেয়াকে, এই পূজায় কয়দিন শয়ে-শয়ে মানুষ আইতাছে, খাইতাছে, হ্যার কোনো সোমায় অসোমায় নাই। মোগো মায় এহন আর পারে না। হ্যার বয়স অইছে। বউগুলো ইট্টুহানে ইট্টুহানে পোকছাও। এহন থিহা খল্ইয়া যা পারে করবে। মুই ঠাহুর থাহি আর শ্যাখ থাহি, মুইই রান্দুম। য্যার খাইতে অয় খাবা, না খাইতে অয় হোগা মারাও যাইয়া। তো হেইর থিহা হে মোরগো খল্ইয়া ঠাহুর।

'সিদ্ধিগঞ্জের মোকাম' থেকে।
মিহির সেনগুপ্ত

প্রচ্ছদ : তিস্তান

মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।