আহাম্মকের খুদকুড়ো। দুর্লভ সূত্রধর। পাঠ প্রতিক্রিয়া

সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের 'আহাম্মকের খুদকুড়ো'-র পাঠ-প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিয় ঘোষ। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................
অকিঞ্চনের স্মৃতি- আখ্যান
সুপ্রিয় ঘোষ

বিখ্যাত জীবন, বড়ো বড়ো ঘটনার সমাবেশ, বিশ্ব কাঁপানো কীর্তিলতা,কীর্তিপতাকা , জন মোহিনী জীবনাদর্শ, বানানো কাচের আড়াল - না এসব কোনো কিছুই নেই এই বইতে। এমন কি লেখক দুর্লভ সূত্রধরও সাধারণ্যের প্রতিনিধি। বিশ্বের সংখ্যাগরিষ্ট তুচ্ছ জীবনের তিনি এক সূত্রধারক। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ যেমন চৈতন্য জীবন কথা ' সূত্র করি সব লীলা করিল গ্রন্থন ' এই গ্রন্থ অর্থাৎ ' আহাম্মকের খুদকুড়ো ' গ্রন্থেও দুর্লভ সূত্রধর তেমনি বহমান মানবজীবনের অন্তর-দর্শনকে( যা আপত অকিঞ্চিৎকর ) গ্রন্থন করেছেন।

বইটির এক একটি পর্ব পড়তে গিয়ে মনে হয় ,যে জীবনের স্মৃতিকথা লেখক শুনিয়েছেন সে তো আমার আপনার সবার। তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের কান্নাহাসির দোলদোলানো পৌষফাগুনের পালা। প্রথম পর্বের নাম তাহাকে শিয়ালে খাইয়াছে। তারপর ক্রমান্বয়ে এসেছে পোড়ের ভাত আর রহস্যময় ঘি, পিতলের নাগরা জুতো, কুলে পোকা, গোতা গোতা দুতো দুতো ডিম, জলখাবারের সমারোহ, মা অন্নপূর্ণা ,আমাদের রিপাবলিক ও তার পাবলিকেরা , ভিন-ভুবনের ম্যাজিক ও রূপেশ্বরীর রূপকথা ইত্যাদি স্বাদে-গন্ধে ভরা আমাদের নগণ্যের ভালোলাগার আগলে রাখা স্মৃতি। আমাদের অনেকেরই কুকুরের কামড় বা বিড়ালের নখের আঁচড়ের অভিজ্ঞতা আছে। তো লেখক শুনিয়েছেন শিয়ালের কামড়ের অভিজ্ঞতা। এনিয়ে সূত্রধরের দাদুর উক্তি - ' খিদে না পেলে কিংবা আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা কাউকে আক্রমণ করেনা।.... তাদের তো আর নিত্য-নতুন দারুণ-দারুণ নামের সব অস্তর-টস্তর নেই।.... তাই শেয়ালের কামড় ইতনা খরাব নেহি। ' সত্যি আপত সরল এই বয়ান আমাদের মনুষ্য সমাজের মুখে এক আয়না তুলে ধরে। ঘুঁটের ঢিমে আঁচে মাটির ছোট্ট হাঁড়িতে গোবিন্দভোগ আতপ চালের ভাতে সঙ্গে ঘি সহযোগে পোড়ের ভাত খেয়ে জ্বরক্লান্ত শরীরে মুক্তির আবেশ আমাদের নস্টালজিক করে তোলে। যৌথ পরিবারের অনেক মুখের ভিড়ে আধখানা ডিম, বাটি চচ্চড়ি, রুটি আলুর তরকারি বা গুড়, আলু-কুমড়োর ঝোল, মুড়ি এসব খাবারের গল্প তো সবার ঘরের গল্প। টানাটানির সংসারে মায়েদের অন্নপূর্ণার ভূমিকা আমাদের সবার দেখা। এভাবেই আমাদের জীবনের ছোটো ছোটো অশ্রুজল নিয়ে গড়া এই বই। এরপরে এসেছে স্কুল জীবনের নানান ঘটনাবর্ত । পরিস্থিতি আর যুদ্ধ-সময় অংশে রয়েছে গত শতাব্দীর ওপার বাংলার মুক্তি যুদ্ধের প্রেক্ষিতে এপার বাংলার মফস্বলের নিস্তরঙ্গ জীবনে যুদ্ধের অভিঘাত। রাষ্ট্রসময় আর উলুখড়দের পরিস্থিতি।
ভিন-ভূবনের ম্যাজিকে রয়েছে দেশি-বিদেশি নানা সাহিত্য পাঠের মধ্যদিয়ে অন্য জগতের সন্ধান। আর আছে রূপেশ্বরীর গল্প। সে এক নদী। নদী হলেও সেও এক জীবন্ত সত্বা। মানুষের মতো তার মধ্যেও - ' কত বিপরীত আর পরস্পরবিরোধী টান তার মধ্যে। 'আসলে এই বইটি কোনো বই নয়। ' কিছু করার, কিছু হওয়ার দায় নেই তার। ' পড়বেন কী পড়বেন না সে দায়টা অবশ্য পাঠককে নিতে হবে। তবে একথা বলতে পারি দ্বারকাধীশ কৃষ্ণের কাছে গরীব বন্ধু যেমন চিঁড়ের খুদ নিয়ে হাজির হয়েছিলেন, কৃষ্ণও সেই খুদকুড়ো খেয়ে তৃপ্ত হয়েছিলেন এই বই পড়ে আপনিও তৃপ্ত হবেন বন্ধু একথা বলতেই পারি।

আহাম্মকের খুদকুড়ো
দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।