অলৌকিক বাগান।। শাক্যজিৎ ভট্টাচার্য।।

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস ' অলৌকিক বাগান ' পড়ে লিখেছেন সুদেষ্ণা পিউ মন্ডল। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
...............................................

পাঠ-অনুভূতি
📜অলৌকিক বাগান
✒️শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ প্রকাশনা   
মুদ্রিত মূল্য -২০০টাকা

মায়া অতি বিষমবস্তু । আর এই জগৎ মায়াময় । মায়ার বন্ধন থেকে মুক্ত হতে আমরা পারি কই! জাগতিক পৃথিবীর অসাড়তা, অনিত্যতা আমরা বুঝি বইকি... তবুও প্রপঞ্চময় জাগতিক মায়া থেকে আমরা মুক্ত হতে পারি না, বোধহয় চাইও না... কারণ, এই মায়ার বন্ধনগুলো আমাদের জাগতিক শোক-দুঃখগুলোকে কিছুটা হলেও আড়াল করে, তাই আমরা জন্মানোর পর হয়তো অনন্ত মুক্তি কামনাও করি না । যেমন করেন নি, আমাদের নিত্যময়ী সামন্ত, নাকি করেছিলেন , কিন্তু পারেন নি!...অশীতিপর বৃদ্ধার নিঃসঙ্গ জীবনের একমাত্র মায়ার বন্ধনটি ছিলো তার বাটী সংলগ্ন 'অলৌকিক বাগান' টি, যা তিনি তাঁর পূর্ব-পুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন । এই বাগানে তিনি প্রত্যক্ষ করতেন তাঁর পূর্ব-পুরুষদের । কিন্তু তা কি সত্য, নাকি আজীবন নিঃসঙ্গ নিত্যময়ীর মানসিক ভ্রম!!... এই প্রশ্ন যে শুধুমাত্র তাঁর ভাড়াটিয়া দম্পতি, পূজারী গণেশ বা কাজের লোক নির্মলার মনে জেগেছে তা নয়, পাঠকের মনেও এ প্রশ্ন নিরন্তর উঁকি দেয় । কারণ, একাকিত্ব, বিশেষত মনের শূন্যতা illusion র জন্ম দেয় বইকি... কিন্তু শেষপর্যন্ত নিত্যময়ী কি এই বাগানের মায়া থেকে মুক্ত হতে পেরেছিলেন?? তাঁর এই মানসিক বিভ্রম, বাগানের প্রতি অস্বাভাবিক মায়া তাঁর পারিপার্শিক মানুষজনকেও কি প্রভাবিত করলো??... বাকিটুকু কাহিনীর পাতায়...
এই আখ্যানের স্বাদ নিতে গেলে পাঠককে ধৈর্য্যশীল হতে হবে, খুব দ্রুত পাঠ্য এটি নয়... দর্শন ও মনোস্তত্ত্ব বিষয়ে যাঁদের দখল আছে, তাঁদের জন্য এই কাহিনী রত্ন-আকর । তবে গল্পের ক্লাইম্যাক্স আরও একটু সহজবোধ্য হলে, আরও একটু সুখপাঠ্য হতো...
পাতার মান, বাঁধাই ইত্যাদি সুপ্রকাশ প্রকাশনার সুরুচির পরিচয় বহন করে...৯৮ পাতার এই বইতে একটিমাত্র মুদ্রণ-প্রমাদ চোখে পড়ে...
সবশেষে বলতে হয়, কিছু কিছু বই পড়া শেষ হয়ে গেলেও, পাঠককে ভাবনাতে আচ্ছন্ন করে... সত্যিই তো, আজকে যা আছে, গতকাল তো তা ছিল না, আগামীকাল থাকবে কিনা জানা নেই, তবে কিসের এত মায়া এই জাগতিক বন্ধনগুলোর প্রতি । লেখককে আন্তরিক সাধুবাদ জানাই, তাঁর সৃষ্টির মাধ্যমেই এই অমোঘ সত্যকে আরও একবার উপলব্ধি করতে পারলাম...


Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।