পলাশবাড়ি।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।।
বড় শহর থেকে ঘণ্টা খানেকের দূরত্বে জেগে থাকে যে আপাত আলোড়নহীন মফস্বল টাউনগুলো, তাদের মতোই একটা টাউন শহর দরদী। কিন্তু এই বাংলার বুকে বদলাতে থাকা রাজনীতির ছায়া পড়ে দ্রুত যেন বদলাতে থাকে সেই মফস্বলের পরিচিত চেহারা। লোভ, হিংস্রতা, আর কালো পিচের রাস্তায় ছিটকে পড়া র .ক্ত— এইসবের মধ্যে ধিকিধিকি জ্বলতে থাকে কোথাও একপশলা প্রেমও। আর এই জ্বলতে থাকার কথা উঠলেই যেন জ্যোৎস্না নিভে যায় ঝুপ করে কোথাও। নিভে যাওয়া জ্যোৎস্নার আলো মেখেও, সেখানে অপেক্ষায় থাকে কেউ একটা পলাশ গাছে ফুল ভরে আসার।
.
আসছে...
.
পলাশবাড়ি
শুভদীপ চক্রবর্ত্তী
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্ত্তী
অলংকরণ : অদ্বয় দত্ত
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
সুপ্রকাশ প্রকাশিতব্য
Comments
Post a Comment