সকলই গরল ভেল।। গৌরব বিশ্বাস।। সুপ্রকাশ

"শেষ জুলাইয়ের এক সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে জনৈক ব্যানার্জিবাবুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের দোকান থেকে ৩০ গ্রেইন (প্রায় ১.৯৪ গ্রাম) অ্যাট্রোপিনের পাউডার কিনল ক্লার্ক।

তবে, শুধু অ্যাট্রোপিনে খেলা জমবে না। এর সঙ্গে কয়েক চিমটে কোকেইন মেশালে তব আয়েগা মজা।

সেই সন্ধ্যাতেই ক্লার্কের হাতে জন্ম নিল রহস্যময় 'হিটস্ট্রোক' মিক্সচার। একাধিক বিষের মিশ্রণে নতুন এক বিষাক্ত ককটেলের জন্ম, এ দুনিয়ায় এমন অবশ্য প্রথম নয়। ক্লার্ককে এ ব্যাপারে পথিকৃৎ বলা চলে না। তারও গুরুদেব আছে। ১৮৬৫ নাগাদ গ্লাসগোর ডাক্তার, এডওয়ার্ড প্রিটচার্ড তাঁর স্ত্রী ও শাশুড়িকে খুন করেছিল অ্যাকোনাইট-আফিম-অ্যান্টিমনির বিষাক্ত ককটেল দিয়ে। ক্লার্ক, ডাঃ প্রিটচার্ডের যোগ্য শিষ্য।

ক্লার্ক তার অত্যাশ্চর্য সৃষ্টির দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। সে 'বিষ-বৈদ্য', 'ইভিল-জিনিয়াস'।"
.
আসছে...
.
উপনিবেশিক ভারতচর্চা গ্রন্থমালা ১
.
সকলই গরল ভেল
গৌরব বিশ্বাস

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্য : ২৮০ টাকা

সুপ্রকাশ
       

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।