অক্সিজেন।। সর্বাণী বন্দ্যোপাধ্যায়।। সুপ্রকাশ।।
শহরতলির একটি অতি সাধারণ মেয়ে কুহু। ক্লাস ফাইভের বাংলা বইয়ে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারির এভারেস্ট অভিযানের কাহিনি পড়ে ছোট্ট সেই মেয়েটার মনে পাহাড়জয়ের স্বপ্নের বীজ সেই দিনই পোঁতা হয়ে যায়। ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত হয়। ডালপালা মেলে। পাহাড়ের হাতছানিতে এক পা দু'পা করে কুহুর স্বপ্ন-ছোঁয়ার আখ্যান এই উপন্যাস।
.
আসছে...
.
অক্সিজেন
সর্বাণী বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
সুপ্রকাশ প্রকাশিতব্য
.
কলকাতা বইমেলায় স্টল ৫০৩ | গেট নম্বর ৯ |
Comments
Post a Comment