সকলই গরল ভেল।। গৌরব বিশ্বাস।। সুপ্রকাশ।।
ঔপনিবেশিক ভারত। এক নারীর অপূর্ণ দাম্পত্য, এক বিপজ্জনক পুরুষের মোহ, আর সেই মোহ থেকে জন্ম নেওয়া এমন এক সম্পর্ক, যার শেষ পরিণতি খু .ন। অগাস্টা ফুল্যাম ভালোবাসা চেয়েছিল—কিন্তু পেয়েছিল সন্দেহ, অপরা.ধ আর আত্মগ্লানি। হেনরি লভেল ক্লার্ক চেয়েছিল মুক্তি— আর তার পথ হয়ে উঠেছিল বিষ। সে ধীরে ধীরে তৈরি হয়— চিঠিতে, নীরব দুপুরে, বিশ্বাসভঙ্গের ছোটো ছোটো মুহূর্তে। চিকিৎসার ছদ্মবেশে ঢুকে পড়ে আর্সেনিক, আর প্রেমের নামে রচিত হয় নিখুঁত অপরা.ধ।
.
আসছে...
.
উপনিবেশিক ভারতচর্চা গ্রন্থমালা ১
.
সকলই গরল ভেল
গৌরব বিশ্বাস
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment