অনন্যবর্তী। দুর্লভ সূত্রধর

সব মানুষেরই জীবনে কিছু স্বপ্ন থাকে।

স্বপ্ন !

নাকি কল্পনা?

দীর্ঘ সময় আমি উড়োজাহাজের স্বপ্ন দেখেছি। ক্লাস সিক্স-সেভেনে পড়ার সময় থেকে প্রায় প্রতিদিন। স্বপ্নটা আসত উড়োজাহাজে চেপে। ঠিক চেপে নয়, উড়োজাহাজের গায়ে সেঁটে।

আমার স্বপ্নের মধ্যে ছিল চকচকে অ্যালুমিনিয়ামের মতো রুপোলি ধাতুর ঝলক, আর একটা হাঁ-খোলা দরজা।

আর সেই চারপাশ খোলা দরজা, শুধু একটি কালো রাবারের প্যানেল দিয়ে পান্নার স্লাইডিং ডোর যাওয়ার ব্যবস্থা, যার সুইচ বা পুশ বাটন পাইলটের চেম্বারে—সেই দরজার খোদলটার পাশ দিয়ে আসত হু-হু করে ঝোড়ো বাতাস। ভেতরে কিছু ঘোষণা, বাইরে শুধু শূন্যতার পদাবলী। 
আর আমি সেই দরজার পাশে উড়োজাহাজের বাইরের রূপালি দেওয়ালের ডিম্বাকৃতি বাঁকের মুখে সেঁটে আছি। বাতাস, ঠাণ্ডা, ভয় আমার শরীরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে উড়ো জাহাজের খোলা দরজার ভেতরে।

অনন্যবর্তী
দুর্লভ সূত্রধর 

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্য: ৩২০ টাকা 
ছবি: পিন্টারেস্ট
#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।