চেতনার পথ জুড়ে শুয়ে আছে ।। (পরিবেশ সম্পর্কিত আক্রমণ-হত্যা: ইতিহাস-বর্তমান)।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।।
পরিবেশ-আন্দোলন, সমস্যার ইতিহাস লেখা আছে। পরিবেশকর্মীদের ওপর নৃশংসতার ইতিহাস লেখা নেই। অন্তত বাংলা ভাষায়, ছাপার অক্ষরে নেই। আক্রমণ ও হত্যার মাঝে কিছু অনিশ্চয়তার মেঘ। টিকে থাকা আর না-থাকার মাঝে কেটে রাখা মেহগনি-রেডউড, অবিশ্বাসী আকাশে কয়লার ধোঁয়া, বালি-উত্তোলনে হা হা নদীর স্বর, লোপাট দিস্তে দিস্তে গাছ, মানুষ, চারপেয়ে বেবাক জীবন। তখন চেনা 'দেশ' পাল্টে হয়ে যায় 'ক্ষমতা', ক্ষমতা হয়ে যায় বহুজাতিক।
............................................
চেতনার পথ জুড়ে শুয়ে আছে
(পরিবেশ সম্পর্কিত আক্রমণ-হত্যা: ইতিহাস-বর্তমান)
অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য
প্রচ্ছদের ছবি : অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য
প্রচ্ছদ রূপায়ণ : সৌজন্য চক্রবর্তী
সুপ্রকাশ প্রকাশিতব্য
আসছে কলকাতা বইমেলায়।
Comments
Post a Comment