এক যে ছিল গ্রাম।। হাফ প্যাডেলের কাল।। গরিলার ঘরকন্না।। যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়।। সুপ্রকাশ।।
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সুপ্রকাশ : ৪৯৯
................................................................
১. এক যে ছিল গ্রাম
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
এই বিশাল ভুবনের এক অন্ধকার কোণে এক অখ্যাত গ্রাম। অনেক দূরের এক নিঝুম মাঠে পড়ে থাকা তার খড়ো চালের পাঠশালা, পাঠশালার পণ্ডিত আর পড়ুয়া, পণ্ডিতের রুলবাড়ি কিংবা দিয়াশলাই, পড়ুয়াদের বইদপ্তর; গাঁয়ের ছোটখাটো সব মানুষ, চিতু ওনা লুড়কা লেউল জগা ওন্তা বুড়া মথুর বদনা সত্য পদি কালীমতি উরা, তাদের সঙ্গী ঘোড়া-কুকুর-ইঁদুর-সাপ; তার গাছ আর ফল, আম-জাম-তাল-মোল; তার দুগ্গা আর ভাদু পূজা, যাত্রাপালা, তার বকুল গাছের ছায়ায় রামমন্দিরের শীতল চাতাল; তার শিলাই নদীর দ’ আর খালের বাঁধ— এই সবকিছু নিয়েই ‘এক যে ছিল গ্রাম’।
প্রচ্ছদ : সুলিপ্ত মণ্ডল
অলংকরণ : অদ্বয় দত্ত
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
২. হাফ প্যাডেলের কাল
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
হাফ প্যাডেলে পা দিয়ে আকাশে ডানা মেলার সঙ্গে সঙ্গে গড়ে উঠছে চিত্তাকাশ, মননের গতি; বয়ঃসন্ধির অনুভব, হৃদয়ের আবেগ, যৌনতার স্ফুরণ। বালক থেকে কিশোর হওয়ার পথে জীবন যখন সমগ্রতায় ভরে উঠতে চায়, তখন তার সমান্তরালে উড়ে চলা এক কালো পাখির ভ্রুকুটি-করাল ছায়া। খণ্ড খণ্ড জীবনকে সমগ্রতায় জোড়ার বিভক্তি অনুসর্গগুলি প্রহেলিকা হয়ে থেকে যায় বালকের মনে।
ষাট বছর পিছিয়ে গিয়ে তাঁর বালক থেকে কিশোরবেলার ছয় বছরের স্মৃতিকে তুলে এনেছেন লেখক। ধরেছেন তার মন, তার চিন্তা, তার আবেগ, তার সরল সংস্কার। সেই সঙ্গে উঠে এসেছে সেই সময়কে আলোড়িত করা দেশবিদেশের ঘটনা, সেইসব মানুষ, যাদেরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল বালকের জীবন। সব মিলিয়ে এক টুকরো সামাজিক ইতিহাস।
বাংলা সাহিত্যে অকপট স্মৃতিকথা সংখ্যায় নগণ্য। সেখানে নিজের স্খলন-পতনের এমন অর্গলহীন, দুঃসাহসিক বিবরণ প্রকৃতই দুর্লভ।
প্রচ্ছদ : সুলিপ্ত মণ্ডল
অলংকরণ : অদ্বয় দত্ত
মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা
৩. গরিলার ঘরকন্না
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
গরিলার সঙ্গে মানুষের সঙ্গে জিন-সম্পর্কের সাদৃশ্য শতকরা আটানব্বই ভাগেরও বেশি। মানুষের মতো গরিলারাও পরিবার নিয়ে বসবাস করে। কেমন তাদের পরিবার-বন্ধন? পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের রসায়ন, তাদের হাসি-কান্না-ক্রোধ, তাদের অপত্য-যৌনতা-আনুগত্য— এককথায়, তাদের জীবন-কৌশল ধরা পড়েছিল ডায়ান ফসির সারা জীবনের পর্যবেক্ষণ ও গবেষণায়।
ভিরুঙ্গার আগ্নেয় পাহাড়ের গরিলাদের ভালোবেসে ডায়ান ফসি নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিতে পেরেছিলেন। কীভাবে তিনি জড়িয়ে পড়েছিলেন এই অলৌকিক সংবেদে—টুকরো টুকরো কাহিনিতে তারই এক চিত্তাকর্ষক বয়ান— গরিলার ঘরকন্না।
প্রচ্ছদ : ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়
অলংকরণ: রাকেশ দেবনাথ
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
৪. যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
বারো বছরে এক যুগ, বারোটি সংখ্যা হলে এক ডজন। আর এই বারোটি গল্পের বই পড়লে ছোটরা বড়ো হয়, বড়োরা ছোটো হন। এইসব গল্পে জল জঙ্গল আকাশ বাতাসের দখলদারহীন ভুবন আছে, অন্ধকারে কোয়ান্টাম ভূতের মালা বেয়ে নক্ষত্রের সঙ্গে জুড়ে যাওয়ার পথ আছে। আছে বেঁচে থাকার কৌশল; আবার, বয়স কিংবা কোশ্চেন পেপার চুরির কৌশলও আছে। আছে ভূতের নাচ, জিনের কেরামতি, অদৃশ্যলোকে নিয়ে যাওয়ার অ্যান্টি-পার্টিকল। হনুমানের দুষ্টু বুদ্ধি, কুকুর-মায়ের সন্তান পালন, তস্করের সিংহাসনে আরোহণ দিব্যি গলাগলি করে বসে আছে। আর এই এগারো গল্পের কেরামতি একটু দূর থেকে দেখতে দেখতে ফাঁসির মঞ্চে উঠে যাচ্ছেন অকুতোভয় ভগৎ সিং।
বড়ো হতে চাইলে ছোটরা, ছোটো হতে চাইলে বড়োরা পরখ করেই দেখুন না– 'যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়'।
প্রচ্ছদ : সুলিপ্ত মণ্ডল
মুদ্রিত মূল্য : ২৩০ টাকা
সুপ্রকাশ
Comments
Post a Comment