বাংলার দ্বাদশ ভৌমিক ও সমকালীন ভূমি ব‍্যবস্থা।। উৎপল চক্রবর্তী।। সুপ্রকাশ।।

ভূমি ও ভূমি রাজস্ব প্রশাসনের সূত্রে দ্বাদশ ভৌমিকদের সময়কালটি বাংলার আর্থ-সামাজিক ইতিহাসে নানা কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। কৃষক বঞ্চনা এবং তার ফলশ্রুতিতে দীর্ঘ কৃষক বিদ্রোহও এই সময়কালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই সময়কালের ভূমি ব্যবস্থা ভারতের অন্যান্য অংশের মতো বাংলাতেও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিল, যা সামাজিক সম্পর্কগুলিরও নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। অনেক পরে ইংরেজ শাসকরা এই প্রতিষ্ঠানগুলির মধ্যেই এক অবিচ্ছেদ্য ক্ষুদ্র প্রজাতন্ত্র (লিটল্ রিপাবলিক) কে অনুসন্ধানের প্রয়াস নিয়েছিলেন। একদিকে দেশীয় পরম্পরা, অন্যদিকে ভিনদেশীয় শাসকের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, এই দুইয়ের মাঝখানে বাংলার ষোড়শ শতকের শেষ থেকে আঠারো শতকের সূচনা পর্যন্ত সময়কালটি বেশ বিচিত্র এবং জটিল হয়ে উঠেছে। ভূমিসম্পর্কের ভিতর দিয়ে এই সময়কালের একটি নিবিড় পাঠ নেওয়াই এই বইয়ের উদ্দেশ্য।

বাংলার দ্বাদশ ভৌমিক ও সমকালীন ভূমি ব্যবস্থা
উৎপল চক্রবর্তী

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

সুপ্রকাশ প্রকাশিতব্য। কলকাতা বইমেলায় সুপ্রকাশ : ৪৯৯।


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

অলৌকিক বাগান।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।