অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত শুভদীপ চক্রবর্ত্তীর বই 'অভিমানভূম' পড়ে মতামত জানিয়েছেন সুলেখা অধিকারী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।।
.......................................................................
অভিমানভূম—নামে টেনেছিল এই বই। অভিমানের তবে ভূমি লাগে! তা কেমন করে নামিয়ে রাখে অভিমান জানতে ইচ্ছে হয়েছিল খুব। না, সে বড় কঠিন কাজ।নামিয়ে রাখা হয়নি বটে তবে জমাট অভিমানের ভূমির খোঁজে বারে বারে মানভূমে ফিরে যাওয়া এক তরুণ সাংবাদিকের লেখার পরতে পরতে সাংবাদিকতা থেকে মনকেমনে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার অভিমান বেশি, যার অমোঘ টানে লেখক বার বার ফিরে গেছে মানভূমে।

অভিমান বুঝি এমনই 'ঝিরিহিরি বাঁকা লদীর পারা,' মনের কুন কুনে যে সামায় বুঝা ভার। কবুলতে না পারা এক ব্যাথা রাগে দুখে ভাঙতে ভাঙতেও সেই দিকেই টানে। এইখানেই বোধ করি অভিমানের সার্থকতাও একদিক ভেঙে আর একদিক গড়ে দিয়ে যায়। লেখকের এই মনকেমনের সহজ, কাব্যিক ভাষার জন্যেই এই বই পড়া যায়।

অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে একদিন যে ভূমিতে নিছক ভাগ্যের সন্ধ্যানে সাংবাদিকতা করতে যাওয়া, তারই টানে ভূমিকে নতুন চোখে আবিষ্কার। ‘জঙ্গলনামা’ পত্রিকা প্রকাশ, ভগবান দাস মাঝির গান, শিলাবতী নদীর মিথ, ভাদুপরব আর ছাতাপরব দুই ভিন্ন সম্প্রদায়ের সহাবস্থানের উৎসবকে ঘিরে গড়ে ওঠা গল্প। গল্প সিংবোঙা। মারাংবুরু। পালচুহারম, পিলচুবুড়হি।আদিম আদিবাসী উপকথার হাত ধরে পথে প্রান্তরে, ডুংরির গা বেয়ে নেমে আসা ঝর্ণার জলে ভেসে যাওয়া।

এসব,গল্পের মাঝে প্রশ্ন জাগে—' জীবনের শুরুও কি তাহলে এভাবেই—উত্তর আসে—শেষ নাই গ্য! শুরু নাই! জীবন অক্ষয়, জীবন অক্ষয়…'

অদ্ভুত সহজতায়, ঝিরিহিরি নদীর মত বয়ে চলা লেখা আমায় টেনে নিয়ে যায় পুরুলিয়ার লাল মাটির পথে প্রান্তরে। মনে হয় তাইতো পুরুলিয়া মানে তো কেবল পলাশফুল, অযোধ্যাপাহাড় ছৌনাচ নয়। এই ভূমির ঐতিহ্য, কাব্যিক ভাষা উৎসব প্রকৃতি, মনে হয় এই বইয়ে তার সবটা জানা হলো না। 
__________________________________________________
অভিমানভূম
শুভদীপ চক্রবর্ত্তী 
সুপ্রকাশ 
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।