প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

অমিতাভ বুদ্ধের শিক্ষার উত্তরাধিকার, আচার্য মহাকনককাঞ্চনের দেশনাকে ধারণ করে মহাঅনিন্দ্য, স্থিতধীমান, পরিপালক, সুপুণ্যক, অভিদীপ্ত, এবং দীপ্তঙ্করসহ অপরাপর সক্রিয় উপদিষ্ট ও উপদেশক ভিক্ষুরা সাহসী ও সক্রিয় উপদেশনার মধ্য দিয়ে বিরামনগর ও উদয়নগরীর ক্ষতকে কীভাবে উপশম করলেন—সেই ইতিহাসসম্ভব রোমহর্ষকতা ঘিরে রাখে এই উপন্যাসকে।

এই শুভার্জনে বিরামনগরের মহাশ্রেষ্ঠী লোহিতভদ্রক, উদয়নগরীর মহামাত্য বিনীতদেব ক্ষেমেন্দ্রসিদ্ধ ধর্মগুপ্তিক—এমন-কী অতি অকিঞ্চন, জীবনের সর্বক্ষেত্রে প্রহারিত আদিত চন্দবীর, নগরনটী শ্রেয়াপর্ণা, তাঁর সহচরীর দল এবং রক্ষীদলের সর্দার দৈশিন কারোর ভূমিকাই ন্যূন নয়। আর আছেন শ্রেষ্ঠীকন্যাদ্বয় সুধীরা-আবীরা, নীলনয়না উত্তরা-সুপণ্যক-অভিদীপ্ত-আদিতদের তন্ত্রীসৃত সুরবিস্তার। এঁদের হিসাববিহীন আত্মনিবেদনে উপন্যাসের সদর-অন্দর আলোকিত হয়ে ওঠে।
..........................................................
প্রতিযাত্রা 
দুর্লভ সূত্রধর 

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 
অলংকরণ : অদ্বয় দত্ত 

মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা
সুপ্রকাশ 

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিতব্য
স্টল : ৪৯৯

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।