হাফ প্যাডেলের কাল।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর বই 'হাফ প্যাডেলের কাল' পড়ে ইন্সটাগ্রামে মতামত জানিয়েছেন রাহুল। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
..............................................................
পাঠপ্রতিক্রিয়া 
বই : হাফ প্যাডেলের কাল
লেখক : অর্দ্ধেন্দুশেখর গোস্বামী
সুপ্রকাশ 
মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা
..............................................................
বইটি আজ শেষ করলাম, কিছুদিন আগে থেকেই পড়া শুরু করে ছিলাম কিন্তু, সময়ের অভাবের তাড়নায় একদিনে পড়ে শেষ করার সুযোগ হয়ে ওঠেনি। বইটির সিংহভাগ জুড়ে লেখকের শৈশব, তার প্রথম সাইকেলের প্যাডেলে পা দেওয়া, গ্রামের গণ্ডি পেরিয়ে আস্তে আস্তে শহরে পড়ার সূত্রে আসা, লেখককে আমি বইটিতে অর্দ্ধ নামে পাই। কিছু জানা জায়গাকে জানতে পারি এই বইয়ের মধ্যে দিয়ে (দুর্গাপুর, গড়বেতা, জামশেদপুর, বাঁকুড়া, ইত্যাদি জায়গা)। লেখকের লেখার মধ্য দিয়ে আমরাও যেন শৈশবের ঘটে যাওয়া সব নস্টালজিক মুহূর্তকে কোথাও না কোথাও গিয়ে ফিরে পাই। মেস জীবনের নানান ছবিও এই বইয়ের মধ্যে দেখা যায়। অর্দ্ধ মানে বইয়ের বালকটির সিলেবাসের বাইরে গিয়ে বেশি বেশি করে সাহিত্যের দিকে অগাধ টান আমরা দেখতে পাই। বাল্য জীবনের প্রেম ঠিক বলব না, ওই ভালো লাগাও এই বইয়ের কেন্দ্রীয় চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই।
এসমস্ত কিছুর ঊর্ধ্বে লেখক মানে এই বইয়ের বালকটি গ্রাম বাংলার ছবি আমাদের সামনে তুলে ধরছেন নানা প্রসঙ্গে। বইটি শুরু লেখকের হাফ প্যাডেলের ওপর দিয়ে, শেষও হচ্ছে সেই সাইকেল চালানো দিয়ে। হয়তো আমি ভালো করে রিভিউ দিতে পারছিনা, কি লিখব, কোন শব্দ ব্যবহার করব সেই চিন্তায়। এটা শেষ করার জন্য একদম প্রস্তুত ছিলাম না। মানে এর মধ্যে একটা আলাদাই জগৎ রয়েছে, এই স্মৃতিগদ্যটিতে। কিছু কিছু জায়গায় নিজেকেও কানেক্ট করতে পেরেছি। বলাটা হয়তো দীর্ঘ হয়ে যাবে, কিন্তু বলা আর ফুরোবে না,। সবার কাছে অনুরোধ রইল বইটি পড়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সুপ্রকাশকে। আপনাদের প্রকাশনী না থাকলে, যেন এইরকম লেখার আস্বাদ পেতামই না।


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।