নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে লিখেছেন রক্তিম সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...................................................................
#bookreview 
#বই : নষ্ট চাঁদের আলো 
#প্রকাশক : সুপ্রকাশ প্রকাশনা 
#দাম : ৫৯০ টাকা
#পৃষ্ঠা : ৩৯৭

#প্লট সমান্তরাল গল্প চলবে, একটা বর্তমান সময় ও একটা পিরিয়ডিকাল এবং উপন্যাসের স্থান ইউরোপ ও আমেরিকা। চরিত্রগুলোও বিদেশী।
এখানে কেন্দ্রীয় চরিত্র এমা একটা প্রজেক্ট করছে যেটা অতীতের কোনো ঘটনাকে খুঁজে বের করা।
🌿 উপন্যাসের স্ট্রাকচার পুরোপুরি সমান্তরাল গল্পের থিওরি মেনে, অর্থাৎ একটা চ্যাপ্টার এখনকার ও একটা অতীতের।
🌿 জট পেকেছে অতীতে সেটা খুঁজে বের করা হচ্ছে এই সময়ে।
🌿 এই থ্রিলারের বেশিরভাগটাই ইনভেস্টিগেশন।
🌿 এমা, চার্চের ফাদার এছাড়া কিছু পিরিয়ডিকাল চরিত্র বেশ ভালভাবে তৈরি হয়েছে।
🌿 সুদীর্ঘ উপন্যাস, যেটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এবং প্লটের মূল কনফিল্ক্ট কিছুটা হলেও হিউম্যান ট্রাফিকিং।
🌿 শীতের এই মরসুমে হাতে তুলেই নিতে পারেন এই থ্রিলার।



Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।