লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অনন্ত জানার 'লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা' পড়ে চিঠি লিখে পাঠ-প্রতিক্রিয়া জানিয়েছেন অরুণ দে। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.................................................................
তেইশে নভেম্বর শুরু করে ঊনত্রিশে নভেম্বর পড়া হয়ে গেল অনন্ত জানা-র 'লেটারপ্রেসের কাম্পাজিটর : এক বিষাদান্ত পরম্পরা' (সুপ্রকাশ, নভেম্বর ২০২৪)

একটু ভুল হয়ে গেল। অনন্ত জানার সৌজন্যে লেটারপ্রেসের কম্পোজিটর-এর সান্নিধ্যে কটা দিন যেন একটা ঘোরের মধ্যে কেটে গেল। কলেজ জীবনে যেমন কোনো ভালো বই ধীরে পড়ো নীতিতে পড়া শুরু করলেও পরাজিত হতাম নিজের কাছে, এ ক্ষেত্রেও তেমনটিই ঘটল। যতই চেষ্টা করি না কেন, দুটি চোখ কিপচো কিনো বা পিটি ঊষার মতো দৌড়তে শুরু করে দেয়। তাদের তরঙ্গ রোধিবে কে! একটি প্রেস-পরিবারের (ভগ্নাংশ) জীবনকথা বলতে গিয়ে বাংলাদেশের ছাপাখানার ইতিহাস তার সবরকম পরিপ্রেক্ষিতসহ মেলে ধরা হয়েছে। পরিবারের মানুষগুলি ধরা দিয়ে আছেন তবে ধরা দেন না। অমিত রায়ের মতো 'সোনার দিগন্তরেখা'— ধরা দিয়েই আছেন। কিন্তু আকাশের পাখি নিজে থেকে ধরা না দিলে তাকে কে ধরবে। ছোড়দি যদি পঞ্চাদাকে  ধরা দিত জীবন যে অন্য খাতে বইত। হায়! বিশ্বাস করি পঞ্চাদা একা মানুষ। অনন্ত লেখনী নিঃসঙ্গ নয়। নিশ্চয় কোনোদিন লেখা হবে একটি করুণ মধুর উপন্যাস। আশায় বাঁচে আশালতারা। 

লেটারপ্রেসের সঙ্গে পরিচয় দেখতে দেখতে পঞ্চাশ বছর পার হয়ে গেল। দেখেছি নানাসারে ভরা খোপের ঢালা, নীচু টুল, মাথার সামনে দিয়ে চোখে সরাসরি আঘাত-না-করা জ্বলন্ত বাল্ব, প্রুফ তোলা, ফার্মা সাজানো—ছাপা; এখন সব অলীক। না, না, লেটারপ্রেসের কম্পোজিটর নিখুঁতভাবে তুলে এনে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল :  দেখো তা চিনতে পার কিনা। তোমাকে শুধু নয়, চিনতে পারছি নিজেকেও। ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ কাকে বলে জানতাম না। দুহাতে দু-রকমের প্রুফ নিয়ে মুখস্ত করতে করতে চলেছি প্রেসের পথে, দেখতে পাচ্ছি কুড়ি বছরের আমাকে। সময়? ১৯৭২। থাক সে কথা। ভালো লেগেছে জ্যাঠামশায়দের কথা। সুযোগ পেলে একবার প্রণাম করে আসতাম। মনে হচ্ছে একবার দেখা পেলে, কথা বলার সুযোগ হলে সারাজীবনের সঞ্জয় হয়ে থাকত। জ্যাঠামশায়ের জন্য আজ হাতে পেলাম SONG SOF THE PRESS AND OTHER POEMS/RELATED TO THE ART OF PRINTERS AND PRINTING... অপূর্ব! অসাধারণ! যে জাত এমন বইয়ের পরিকল্পনা করতে পারে সে জাত যে গোটা বিশ্ব শাসন করবে এ আর বড়ো কথা কী!

এ বই চোখ খুলে দিল, এই 'লেটারপ্রেসের কম্পোজিটর'। ফাকীরসা শিবান্নাসা ভান্দাগে এবং তাঁর আত্মজীবনীর কথা তো কিছুই জানতাম না। কৃতজ্ঞতা জানালে সবটা জানানো যাবে না, হবেও না। বিরত থাকা গেল। তা বলে আত্মকথাটি ইংরেজি/বাংলায় অনুবাদ করানোর উদ্যোগ নেওয়া যায় না। আমাদের প্রানটা জুড়োত। পায়ে পড়ি  অনন্তবাবু একটা কিছু করুন। ঘনার খাতার সূত্রে অনেক কথা মনে আসছে আজ আর নয়। যেমন দু-একটা বানান ভুল চোখে পড়েছে, তেমনি দীর্ঘ বাক্য, চমৎকার সব শব্দের ব্যবহারও নজরে এসেছে। আজ তাদের কোনোজনকেই কাছে ডেকে নেব না। আজ শুধু থাক অবিমিশ্র মুগ্ধতা। একরাশ শ্রদ্ধা, ভালোবাসা। এক আকাশ বিস্ময় : এতদিন কোথায় ছিলেন অনন্তবাবু!

ভালো থাকবেন।

অরুণ দে। ৫ ডিসেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম। বাগাল গুরুর পাঠশালা

এক যে ছিল গ্রাম। ডাকাতি

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।