বীরেশ্বর সামন্তর হত্যারহস্য।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যর উপন্যাস 'বীরেশ্বর সামন্তর হত্যারহস্য' পড়ে মতামত জানিয়েছেন রাজর্ষি ভট্টাচার্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.........................................................................................
বীরেশ্বর সামন্তর হত্যারহস্য — শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ, মুদ্রিত মূল্য — ৪৮০/-
হত্যারহস্য বলতে আমরা যা বুঝি, এই বই কোনমতেই তা নয়। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত হত্যা বা রহস্য কোনটাই প্রাধান্য পায় নি। লেখকের জবানবন্দী অনুযায়ী, “রহস্য নয়, নয় সমাধানও, অপরাধ কেন ঘটেছিল আর সেটা অপরাধীর সত্তাকে কীভাবে আচ্ছন্ন করল” এইটাই বইয়ের মূল উপজীব্য, আর সেটা প্রতিষ্ঠা করতে লেখক ভীষণভাবে সফল।
শাক্যজিৎ বাবুর লেখার সাথে আমার পরিচয় বেশ কিছু বছর আগে। তাঁর লিনিয়ার অথবা নন লিনিয়ার নেরেটিভ, অপ্রচলিত গল্পের বুনন প্রথম থেকেই ভীষণ আকর্ষণ করে আমাকে, সেখানে এই বইয়ের প্রতি আমার প্রত্যাশা ছিল যথেষ্ট, আর লেখক তা পূরণ করেছেন সার্থক ভাবে।
গল্পে কে খুন হয়েছে তা আমরা শুরুতেই জানি, কিন্তু কে খুন করেছে তার থেকে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে খুনের কারণ। আর এই খুনের কারণ খুঁজে বের করতে লেখক ডেকে এনেছেন একের পর এক চরিত্র কে। প্রত্যেক চরিত্রের শুরুয়াত আলাদা টাইম লাইনে হলেও এক সময় সবাই একের সাথে একে মিশে যায়, একসাথে প্রবাহিত হতে থাকে। পাঠক হিসেবে আমরা চরিত্রের পাশে চলতে থাকি, সাথে চলতে থাকে এক বিস্তীর্ণ সময়ের বাংলার আর্থ-সামাজিক-রাজনৈতিক ইতিহাস। প্রতিটি চরিত্রের গল্পের সাথে লেখক অপরিসীম সাহসের পরিচয় দেখান, সেই সাহস চরিত্রের সাহস নয়, সেই সাহস লেখকের আর লেখার। লেখার শুরুতে আপনার মনে হতে পারে যে দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্টের সাথে হয়তো গল্পের সাযুজ্য খুঁজে পাবেন, কিন্তু তা নয়, এই গল্প নিজগুণে স্বতন্ত্র, পাঠের সাথে এক অস্বস্তি তৈরি করে আর আপনাকে বাধ্য করে সেই অস্বস্তির সাথেই গল্পের সাথে এগিয়ে যেতে। এত সবের মধ্যেও গল্পের আসল সার্থকতা কিন্তু লুকিয়ে আছে শেষ পর্যায়ে, যেখানে আপনি বুঝতে পারবেন যে এতক্ষন আপনি যা বুঝেছেন তার কোনটাই হয়তো সঠিক নয়, আবার যা সঠিক তা হয়তো আমরা বুঝতে চেয়েও কখনো বুঝতে পারিনি।
ধন্যবাদ শাক্যজিৎ বাবু, এই লেখা আমাদের উপহার দেবার জন্য, বাংলা সাহিত্যের বর্তমান স্থবিরতার যুগে আপনার লেখা আমাদের ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে, বাধ্য করে আমাদের সমস্ত চেতনা বইয়ের পাতায় নিবদ্ধ করতে, এর জন্য সাধুবাদ আপনার প্রাপ্য।
Comments
Post a Comment