হাফ প্যাডেলের কাল। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী। পাঠ প্রতিক্রিয়া।

সুপ্রকাশ প্রকাশিত অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর স্মৃতিকথন 'হাফ প্যাডেলের কাল' পড়ে লিখেছেন মণিপদ্ম দত্ত। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
.....................................
অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর এই বইটি আগ্রহ নিয়ে পড়লাম। বলা ভালো পড়িয়ে নিল‌ সে আমায়। লেখাটিকে কোন সংজ্ঞায় ফেলবো এ নিয়ে দ্বিধাগ্ৰস্ত। আত্মজৈবনিক তো বটেই। তবু ঠিক আত্মজীবনী বললে অসম্পূর্ণ হবে তা। আখ্যান। একটি সাহিত্য প্রসাদগুণে ভরা নিটোল আখ্যান। তবে শেষ বিচারে সময়ের নৈর্ব্যক্তিক ছাপ নিয়ে বইটি এক খন্ড ইতিহাস হয়ে উঠতে পেরেছে। এখানেই এই রচনার সার্বিক কালোত্তীর্ণতা। আরও একটি কথা, লেখকের দুটি লেখা পড়ে একটি বৈশিষ্ট্য লক্ষণীয়। অর্ধেন্দু অতিকথনে বিশ্বাসী নন। যে কারণে চ্যাপলিনকে আত্মকথনএর নাম করণ করতে হয়েছিল, My Autobiography 😀! অর্ধেন্দুও চ্যাপলিনেরই দলে।
এ বই অনেক পাঠক পাক এই আকাঙ্ক্ষা রইলো।

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।