আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে লিখেছেন রাখি দে দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................................................
#আহাম্মকের_খুদকুড়ো 
দুর্লভ সূত্রধর (সুপ্রকাশ প্রকাশনা)
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা

বিগত কিছুদিনে যে কয়টি বই পাঠ করলাম তার মধ্যে ভীষণ মন ছুঁয়ে গেল আহাম্মকের খুদকুড়ো। 'কথা: কিছু অনাবশ্যক' শিরোনাম দিয়ে শুরু  হয়েছে শ্রদ্ধেয় লেখকের কথা।সেই কথার মাধ্যমে একে একে লেখক উন্মুক্ত করেছেন স্মৃতির ঝাঁপি।সে স্মৃতির ভীড়ে কখন যেন মিশে গেলাম।হয়ে উঠলাম একাত্ম আহাম্মকের সঙ্গে। এককথায় মন ভালো করা সুপাঠ্য বই 'আহাম্মকের খুদকুড়ো'।

Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

রাস্তার শুরু।। জয়া মিত্র।। সুপ্রকাশ।।