একটি শিশির বিন্দু (বজবজ ও বাটানগর সংলগ্ন অঞ্চলের ছুঁয়ে দেখা গল্প-কথা-রাজনীতি-ইতিহাস)।। শুভদীপ চক্রবর্ত্তী।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত শুভদীপ চক্রবর্তীর বই 'একটি শিশির বিন্দু' পড়ে লিখেছেন তানিয়া মজুমদার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................................................
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে 
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে 
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু। 
দেখা হয় নাই চক্ষু মেলিয়া 
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া 
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু।

"একটি শিশির বিন্দু" লেখক শুভদীপ চক্রবর্তী।
পড়া হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। ভাবছিলাম কিছু লিখি কিন্তু আমি লেখায় একদমই পটু নই।তবুও শুভর লেখা বই পড়ে কিছু লিখব না এটা হতেই পারে না।
শুরুটা করলাম কবিগুরুর লেখা দিয়ে কারণ এই পড়ে আমার তাই মনে হয়েছে।আমার জন্মস্থান ও তার পার্শ্ববর্তী বজবজ ঘিরে এত ইতিহাস, এত গল্প কথা জড়িয়ে আছে তা এই বই না পড়লে হয়তো জানা হতো না। 
কিভাবে বাসের রুট তৈরি হলো তারপর তা কিভাবে বাটানগরের সাথে যোগসূত্র হলো এইসব তথ্য খুব সুন্দর করে বলা আছে এই বইতে। বজবজ স্টেশন যা ২০১৪ সাল থেকে কোমাগতামারু বজবজ  হলো।সেই কোমাগাতামারু জাহাজ নিয়ে যে ইতিহাস তা সত্যিই অজানা ছিল।কত কিছুই অজানা নিজের জন্মস্থান  সম্পর্কে।যাইহোক আগেই বলেছি লেখায় আমি পটু নই...নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ এই বই । অসাধারণ লেখনি, আমার খুবই ভালো লাগলো। অনেক শুভ কামনা রইল।

বই :  একটি শিশির বিন্দু
        (বজবজ ও বাটানগর সংলগ্ন অঞ্চলের ছুঁয়ে দেখা গল্প-কথা-রাজনীতি-ইতিহাস)
লেখক : শুভদীপ চক্রবর্ত্তী
মুদ্রিত মূল্য : ৩৪০ টাকা
প্রকাশক : সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।