শেষ মৃত পাখি।। শাক্যজিৎ ভট্টাচার্য।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'শেষ মৃত পাখি' পড়ে লিখেছেন ঋষিকা। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................................
📚 শেষ মৃত পাখি
✍️ শাক্যজিৎ ভট্টাচার্য
(সুপ্রকাশ)
৫২০ টাকা
" মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়..."
.
.
দার্জিলিং এর এক তরুণ সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র খুন হয়েছিলেন এবং খুনের অভিযোগ উঠেছিল তাঁরই ছোটবেলার বন্ধু অরুন চৌধুরীর দিকে।৪৫ বছর আগের এই অমীমাংসিত রহস্য কাহিনী নিয়ে ধারাবাহিক লেখার জন্য দার্জিলিং আসেন এক সাংবাদিক তনয়া ভট্টাচার্য।
.
.
অনেক দিন থেকেই ইচ্ছে ছিল উপন্যাস টা পড়ার। গত তিন দিনে পড়ে ফেললাম এই ৪০৩ পাতার রহস্য উপন্যাস টি। বই টির শুরু থেকেই পাতায় পাতায় কবিতার ছড়াছড়ি। আমি ব্যক্তিগত ভাবে ছন্দহীন কবিতা খুব একটা বুঝতে পারি না তবুও ধৈর্য ধরে পড়তে পড়তে যত এগিয়েছি ততই পড়তে ভালো লেগেছে। নতুন নতুন চমক, একটার পর একটা জট খোলার চেষ্টা এবং ফের তা জটিল আকার ধারণ করা, আর সবার উপরে দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য- সব মিলিয়ে উপন্যাস টা বেশ অন্যরকম।
Comments
Post a Comment