পূর্ববঙ্গের এক মৈথিল-গৃহবধূর আত্মকথা। অনুপমা ঝা

অনুপমা ঝা (১৯৩৫-২০১৬) জন্মেছিলেন ওপার বাংলায়। বিয়ে হয়েছিল পূর্ববঙ্গেরই এক মৈথিল পরিবারে। জীবনসায়াহ্নে এসে খানিকটা নিঃসঙ্গতা কাটানোর জন্যই পুরোনো দিনের কথা লিখেছিলেন। সেই এলোমেলা স্মৃতিকথনে দেশভাগের ভাগ্য-বিপর্যয়ের শিকার এক গৃহবধূর আশা-আকাঙক্ষা-বেদনার মধ্যে ধরা রয়েছে সেই সময়, মৈথিল সমাজের নানা লোকাচার এবং সেইসঙ্গে লিপিবদ্ধ হয়েছে ইতিহাসের এক অশ্রুতপর্ব।

পূর্ববঙ্গের এক মৈথিল-গৃহবধূর আত্মকথা
অনুপমা ঝা

সম্পাদনা ও সংকলনঃ উৎপল ঝা

প্রচ্ছদ ও অলংকরণঃ সুব্রত মাজী
মুদ্রিত মূল্যঃ ১৭০ টাকা

#সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

রাস্তার শুরু।। জয়া মিত্র।। সুপ্রকাশ।।