শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'শেষ মৃত পাখি' পড়ে লিখেছেন লেখক সুকান্তি দত্ত

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস ' শেষ মৃত পাখি ' পড়ে লিখেছেন লেখক সুকান্তি দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
..............................................
পড়েছি তিন সপ্তাহ আগে। কী লিখব ভেবে পাচ্ছিলাম না।

শরদিন্দু ও সত্যজিৎ, এই দুজনকে মাথায় রেখেও জানাচ্ছি, বাংলা সাহিত্যের এখনও পর্যন্ত আমার পড়া শ্রেষ্ঠ ক্রাইম থ্রিলার।

উপন্যাস বা আখ্যান হিসেবেও প্রথম সারির।

শাক্যজিৎ আমার পরে লিখতে আসা ভ্রাতৃপ্রতিম লেখক। ওর নানা লেখা আমার প্রিয়। এ লেখায় আমি খুবই গর্বিত।

যা লিখেছি, ভেবেচিন্তে লিখেছি। কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়।

গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আজ এই আখ্যান নিয়ে যা বললাম বা লিখলাম, সারা বাংলার সাহিত্যপ্রেমী মানুষ আজ বা কাল তা বলবেই।

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।