' শেষ মৃত পাখি ' পড়ে লিখেছেন সৌরভ বকসী

সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যর উপন্যাস ' শেষ মৃত পাখি ' পড়ে লিখেছেন সৌরভ বকসী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
 ....................
Yesterday upon the stair
I met a man who wasn't there
He wasn't there again today
I wish, I wish he'd go away. 

কবিতাময় রহস্য আর রহস্যময় কবিতা।

পঁয়তাল্লিশ বছর আগে দার্জিলিঙের এক সম্ভাবনাময় কবি অমিতাভ মিত্র খুন হয়েছিলেন। সন্দেহের তীর ছিল তার বাল্যবন্ধু রহস্য- ঔপন্যাসিক অরুণ চৌধুরীর দিকে। কিন্তু নানা পরস্পর বিরোধী প্রমাণে সেই অভিযোগ দাঁড়ায়নি। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক তনয়া অমীমাংসিত খুনের কাহিনী নিয়ে ধারাবাহিক লিখছেন একটি পত্রিকায়। সেই সূত্রেই অমিতাভ খুব সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য দার্জিলিং এলেন তিনি। তারপর থেকেই ঘটতে থাকলো একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। তনয়া কি পারবে অতীতের মেঘে ঢাকা পড়ে যাওয়া এই হত্যা রহস্যের সমাধান খুঁজে পেতে? এই নিয়েই ৪০০ পাতা জুড়ে রহস্যের জাল বুনেছেন লেখক শাক্যজিৎ ভট্টাচার্য তার নতুন 'শেষ মৃত পাখি' উপন্যাসে। 

এই উপন্যাসটিকে শুধু রহস্য কাহিনী বললে অবিচার হবে। তবে শুধু তাই যদি ধরি, তাহলেও আমার মনে হয় এত ভালো রহস্য উপন্যাস বাংলায় অনেকদিন পড়িনি। শাক্যজিতের গদ্য অত্যন্ত শক্তিশালী তার প্রমাণ আগেও পেয়েছি। ভাষার মায়াতেই তিনি পাঠককে বেঁধে ফেলতে পারেন। এখানে সেই মায়ার সঙ্গে যোগ করেছেন সাসপেন্স তৈরি করার এবং ধরে রাখার অপূর্ব ক্ষমতা। 
শুধু রহস্য আর তার সমাধান নয়, এই কাহিনী ভাবায়, নিজের ভেতর খুঁজতে বাধ্য করে। অনেকখানি সময় আর যত্ন নিয়ে একটু একটু করে পুরো ছবিটা পাঠকের সামনে মেলে ধরেছেন লেখক। 

***যদি বইটার সম্পর্কে আর কিছুই না জেনে পড়তে চান, তাহলে আমি বলবো এই পাঠ প্রতিক্রিয়ার বাকিটা পড়ার দরকার নেই। আমি আমার কয়েকটা ভালোলাগা আরেকটু বিস্তারিত বলতে চাই, তাতে সামান্য একটু স্পয়লার থাকবে।***

এই রহস্য উপন্যাসের ভেতরে আরেকটি রহস্য উপন্যাস রয়েছে যার সমাধানের ওপর মূল রহস্যের সমাধান নির্ভরশীল। Anthony Horowitz এর Magpie Murders এর কথা মনে করালো। এই প্লট পয়েন্টটা সাবলীল ভাবে ব্যবহার করেছেন লেখক। দুটো উপন্যাসই আকর্ষণীয় এবং পড়তে পড়তে কখনও মনে হয়নি যে এই লেখাটা বোরিং লাগছে, অন্য গল্পে কী হচ্ছে জানতে পারলে ভালো লাগতো। এছাড়া দুটো উপন্যাসের লেখার ধরণ খুব বুদ্ধিদীপ্ত ভাবে আলাদা রকমের। পড়তে পড়তে মনে হবেই যে দুটো দুজন আলাদা মানুষ লিখেছে। ওই লেখার ধরনের মধ্যেই লেখকের অবচেতন মন এবং পাঠকদের জন্য ছোট্ট ছোট্ট ক্লু শাক্যজিৎ এত সাবলীলভাবে ছড়িয়ে রেখেছেন যে পড়া শেষ করে ভাবতে বসলে অবাক হতে হয়। কতটা প্ল্যান করে আর সময় দিয়ে এই ব্যাপারটা তিনি আয়ত্ত করেছেন জানতে ইচ্ছে করে। 

আরো একটা ব্যাপার হলো 'শেষ মৃত পাখি' শুধু রহস্য কাহিনী নয়, এই লেখায় সত্তরের দশকের উত্তাল সময়, সেই সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলন ও দুঃসাহসী সব কবিদের প্রতি অপরিসীম শ্রদ্ধার প্রকাশ রয়েছে। এক্ষেত্রেও লেখকের বুদ্ধিদীপ্ত লেখনীর পরিচয় পাওয়া যায়। কবিতার মধ্যেই রয়েছে উপন্যাসের প্রাণ। যদি পাঠক সেই সময়ের কবিদের ও কবিতার পটভূমি সম্পর্কে ওয়াকিবহাল হন, তাহলে বিষয়বস্তুর প্রতি আলাদা আকর্ষণ অনুভব করবেন। অন্যদিকে উপন্যাসটি আমরা যার চোখ দিয়ে দেখছি, অর্থাৎ তনয়া, সে কিন্তু এই ব্যাপারে বিশেষ কিছু জানে না। কাজেই আমার মত পাঠকদের তনয়ার সাথে সাথেই বিষয়গুলো নতুন করে চিনতেও কোনও অসুবিধা হবে না। 

যথেষ্ট গভীর উপন্যাস। রহস্য কাহিনীকে মননশীল সাহিত্য বলে এখনও মানতে নারাজ এমন কেউ যদি থেকে থাকেন, এই বইটি খুঁজে নিয়ে পড়বেন, হয়তো ধারণা বদলে যাবে। অনেক খুঁটিনাটি ব্যাপারে নিপুণ নজর দিয়ে উপন্যাসটি খুব পাকাপোক্ত ভাবে গড়ে তুলেছেন শাক্যজিৎ। রহস্যের বুনন ও সমাধানের দিক থেকে আমার চোখে অন্তত কোনও খামতি চোখে পড়েনি। তবে এই উপন্যাসের প্রধান চালিকাশক্তি লেখকের মায়াময় গদ্য। এক নিশ্বাসে পড়ে ফেলতে কোনও অসুবিধা হয়নি। বিশেষ করে উপন্যাসের ঘটনাস্থল দার্জিলিং হওয়ায় আরো গোগ্রাসে গিলেছি। পাহাড়ের পটভূমিতে গল্প হলেই আমার মন নিজে থেকেই পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে।

কয়েকটা প্রিন্টিং মিসটেক চোখে পড়েছে। এছাড়া হাতে লেখা চিঠির অংশগুলো আরেকটু অন্যভাবে ছাপা যেত বলে মনে হলো। তাহলে দেখতে আরো ভালো লাগতো। বইয়ের কোয়ালিটি হিসেবে দামটা আমার ঠিকঠাকই লেগেছে। লেখকের পরবর্তী উপন্যাসের জন্য গভীর আগ্রহে অপেক্ষায় রইলাম। 

উপন্যাসের প্রতিটি নতুন অধ্যায় শুরু হয়েছে একটি করে জ্বলন্ত কবিতা দিয়ে। তার মধ্যে যে কবিতাটি আমার সবচেয়ে ভালো লাগলো, সেটাই শেষে লিখে যাই...

'তুমিই দাঁড়াও তাই
বেলেল্লা রাস্তার মোড়ে
অন্ধতার বিষ ঢেলে চোখে
কেননা এ আত্মরক্তপাত
ঘূর্ণি তোলে অঘ্রানেও
জ্বলে যায় প্রত্যাশী খামার
সিংহাসনে ক্লীব আর
শুতে গেছে যুবারা শ্মশানে।'
                     - জয়া মিত্র

শেষ মৃত পাখি
শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ
মূল্য - ₹৫২০

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।