কল্লোল লাহিড়ীর উপন্যাস 'নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি' পড়ে লিখছেন অভিষেক দত্ত

সুপ্রকাশ প্রকাশিত কল্লোল লাহিড়ীর উপন্যাস ' নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি ' পড়ে লিখছেন অভিষেক দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
......................
🍁 বই - নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি
🍁 লেখক - কল্লোল লাহিড়ী
🍁 প্রকাশনী - সুপ্রকাশ
🍁 দাম - ২৮০ টাকা

"আমাদের দেশে কালপুরুষ হয়ে থাকল সেই বীর.... যাকে একবার দেখলে ঘরছাড়া হতে হয়..... যাকে ভালোবাসলে খোলা আকাশের নীচে মরতে হয়।"

সদ্য পড়ে শেষ করলাম সুলেখক কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ‘নাইনটিন নাইনটি আ লাভ স্টোরি’। লেখক এই উপন্যাসে ভালোবাসা দেখিয়েছেন এবং তা সম্পূর্ণ অন্য আঙ্গিকে। একটা রেশ থেকে যাওয়ার মতন উপন্যাস পড়লাম।

এ উপন্যাস কিংশুকের। এ উপন্যাস মন্টুর। স্কুলে পাঠরত কিংশুকের পছন্দ দীপালিকে। দীপালি তার সেই কবেকার বন্ধু। কিন্তু দীপালি কি তাকে পছন্দ করে ? ভাদুড়ী স্কুলে তার জায়গা দখল করে থাকে। সে কি পারবে নিজের জায়গা ছিনিয়ে নিতে ?

পচা কিংশুকের বন্ধু। কিন্তু সে কথায় কথায় গালাগাল দেয়। অন্যরকম কথা বলে। কিন্তু সে কাকলিকে ভালোবাসে। সে কি পাবে কাকলিকে ?

এই উপন্যাসে আছে একটা সিনেমা হল। স্কুল পালিয়ে কিংশুক পচার সাথে সেই হলে যায়। কিন্তু সেখানে ঘটে একটা খারাপ ঘটনা। কী ঘটেছিলো তাদের সাথে ?

আর আছে মন্টু। যার চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই একটা ছেলে যার জন্য কিংশুকের জীবনে আমূল পরিবর্তন এল। কিভাবে ? কে এই মন্টু ?

এই সব প্রশ্নের উত্তর আছে এই উপন্যাসের পাতায়। আমি নিজে নাইন্টিজের নই, তবুও নাইন্টিজের যত্ত গল্প শুনেছি, এ গল্প তার থেকে একটু হলেও আলাদা। লেখক মন্টু, কিংশুক বা পচার চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে মন্টুর। আর সবথেকে ভালো লেগেছে লেখকের লেখনীশৈলী। একদম অন্যরকম। এক নিঃশ্বাসে আমি পুরো বইটা শেষ করেছি। চিঠিতে ভালোবাসার বিনিময়ের উদাহরণও আছে এই বইতে। কিছু কিছু বই থাকে যেগুলো পড়লে একটা অন্যরকমের ইচ্ছে জেগে ওঠে। আমারও হল। আমি মন্টু ছাড়াই নিজে গঙ্গার বুকে নৌকায় ভেসে একাকী নক্ষত্রময় আকাশের কালপুরুষকে দেখতে চাই। এ স্বপ্ন কতদিন থাকবে আমি জানিনা, তবে আমি চাইব থাকুক। আর এই বইটার প্রোডাকশন অসাধারণ। বইটার সাইজটা খুব সুন্দর। সাথে পাতার কোয়ালিটি এবং মেখলা ভট্টাচার্যের প্রচ্ছদ ও অলংকরণ। আপনারা হাতে তুলে নিতে পারেন এই বই। ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন সকলে।

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।