Posts

Showing posts from 2025

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন জয়দীপ মুখার্জি। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ....................................................... ।।পাঠ প্রতিক্রিয়া।। নৈশ অপেরা। সুপ্রকাশ। মূল্য - ৫৪০ টাকা। 'জীবনে বহুবার এমন হয়,অফিসার।সব রহস্যের উত্তর মেলেনা। আমি সেগুলোকে নিয়ে বাঁচতে শিখেছি।' রেবেকা কেস। অমীমাংসিত রহস্য। 'শেষ মৃত পাখির' পর আমাদের প্রিয় রহস্য কাহিনির লেখক Sakyajit Bhattacharya আবার তনয়া চরিত্রটিকে পাঠক সমাজে এনেছেন এক অমীমাংসিত রহস্য উন্মোচন করতে। বর্ষায় ভেজা দার্জিলিং এর পর এবারের পটভূমি— অক্টোবর মাসের ঝাড়খণ্ডের গঞ্জ। পাঠক আন্দাজ করতে পারে জায়গাটির প্রকৃত নাম— ম্যাকলাক্সিগঞ্জ। লোকে বলে, এখানে পাহাড়ী ভূতের দল বাসা বেঁধে আছে অনেকদিন হয়ে গেল। রাত হলে তাদের ফিসফিসানি, চাপা গলায় অট্টহাসি অথবা অকস্মাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠার আওয়াজ পাওয়া যায়। এই টাউন ক্রমশঃ ভেঙে পড়ছে। এখানে হেমন্ত আসে রিক্ত সন্ন্যাসীর আগমন বার্তার মতো। গাছেরা পাতা ঝরিয়ে কঙ্কাল অবয়ব আকাশের বুকে মেলে। আছে ডেগাড...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন সায়ন সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ....................................................... Year 2025 Book 43 #2025bookreview নৈশ অপেরা  শাক্যজিৎ ভট্টাচার্য  সুপ্রকাশ মুদ্রিত মূল্য ₹৫৪০ ঘাটশিলা থেকে ১০ কিলোমিটার দূরে মুসাবনী বলে একটা ছোট্ট শহর আছে। মুসাবনী তে আমি বার দুয়েক গেছি কারণ আমার এক আত্মীয় সেখানে থাকেন। অদ্ভুত শহর এই মুসাবনী। ব্রিটিশ জমানায় খনিজ পদার্থ পাওয়া গেছিল বলে শহরটি অর্থনৈতিকভাবে এক দারুন উচ্চতায় পৌঁছেছিল, হিন্দুস্তান কপারসের অফিস থেকে শুরু করে তাদের কোয়ার্টার এবং প্রচুর বিত্তশালী লোকেদের বাস ছিল এই মুসাবনীতে। তারপর যা হয় অর্থাৎ খনিজ পদার্থ ফুরিয়ে এল, হিন্দুস্তান কপার এখান থেকে অফিস গুটিয়ে চলে গেল এবং আমি প্রথম যখন এই শহরে যাই, অর্থাৎ ওই ২০২০ নাগাদ তখন এই শহরটা একটা ভুতুড়ে শহর। গোটা শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা বাংলো, ফাঁকা সরকারি কোয়ার্টার, কিছু স্কুল (সরকারি এবং মিশনারি) যেগুলো কোন মতে ধুঁকতে ধুঁকতে চলছে এবং সবচেয়ে অদ্ভুত ব্য...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন পায়েল দত্ত। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ....................................................... নৈশ অপেরা || শাক্যজিৎ ভট্টাচার্য  সুপ্রকাশ, ৫৪০ টাকা “মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে  প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে...”                                        - জীবনানন্দ দাশ 'শেষ মৃত পাখি'-র অসামান্য অভিঘাতে বিহ্বল পাঠক হৃদয় প্রায় তিন বছর অপেক্ষায় ছিল এমনই কোনো বৃহৎ রহস্যপোন্যাসের, যেখানে ফিরে আসবে ব্যস্ত শহর থেকে দূরে অবস্থিত ছোট একটি জনপদ ও তার দীর্ণ বাসিন্দাদের বিষাদ পরম্পরার আখ্যান আর সেই বিষাদের মধ্যে এসে পড়বে তনয়া – জার্নালিস্ট তনয়া, যে নিজের বিবিধ বিষণ্ণতার সঙ্গে ক্রমাগত লড়াইয়ে প্রায় বিপর্যস্ত থেকেও তীক্ষ্ণ বুদ্ধি ও সত্যানুসন্ধানের অমোঘ টানে জড়িয়ে পড়ে সেই পরম্পরার ভেতরে এবং অনিবার্য মানবিক সংবেদের ফলে আরও গভীর ...

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে লিখেছেন তন্বিশ্রী মাঝি। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  .......................... পড়া শেষ হলো অলোক সান্যাল রচিত ইতিহাস নির্ভর উপন্যাস "নষ্ট চাঁদের আলো"। তবে এটিকে শুধুই ইতিহাসনির্ভর উপন্যাস বললে ভুল হবে, এটি একটি দুর্ধর্ষ থ্রিলারও বটে। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের ইতিহাসের উপর নির্ভর করে গড়ে ওঠা এই উপন্যাসে একদিকে যেমন উঠে এসেছে নিজেদের সভ্য বলে দাবি করা ইংরেজদের কলঙ্কিত অধ্যায় , অপরদিকে সমান্তরাল ভাবে গল্পে এসেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই অতীতের খোঁজে ফিরে চলা এক দুর্দমনীয় নারী এমা মিলারের গল্প।  উপন্যাসটি দুটি ভিন্ন সময়কে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে চলেছে -  একদিকে কুইন অ্যানের শাসনকালে আটলান্টিক মহাসাগরের বুকে জলদস্যুদের, বিশেষ করে আটলান্টিকের ত্রাস ব্ল্যাকবিয়ার্ডের উত্থান, এবং শেষে ওক্রেকোক খাঁড়ির যুদ্ধে রয়েল নেভির হাতে ব্ল্যাকবিয়ার্ডের মৃত্যু এবং তাঁর লুকানো ঐশ্বর্য নিয়ে গড়ে ওঠা নানান কিংবদন্তি , অপরদিকে বর্তমান সময়ে লন্ডনে এমা মিলারের সেই ব্ল্যাকবিয়ার্ডের ফ্ল্যা...

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন শতাব্দী। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .......................................................... চারিদিক অশান্ত। যুদ্ধের দামামা, রোগের ঘনঘটা। কঠিন কিছু, কষ্টের কিছু পড়তে ইচ্ছে করছিল না। কোন ধরনের পূর্বধারণা ছাড়াই অনন্যবর্তী হাতে তুলে নিয়েছিলাম। লেখকের আহাম্মকের খুঁদকুড়ো পড়ার ভরসা ছিল। সে ভরসা বিফলে যায় নি। কিছু নবীন, কিছু প্রবীণ মানুষের গল্প এটি। সময়টা কয়েক দশক আগের হলেও সম্পূর্ণ উপন্যাস জুড়ে যে স্মিত আবহাওয়া বিরাজমান ছিল, তা সাধারণত এমন ধরনের উপন্যাসে থাকে না। উপন্যাসটি হালকা নয়, গভীর জীবনকথার অভাব আছে এমনও নয়, কিশোর কাহিনীও নয়, আপাদমস্তক বড়দেরই। কিন্তু সেইসব বড়দের জন্য যারা জীবনকে দেখেন সহজ চোখে। অকারণ জটিলতা পার হতে পারেন যারা। যারা সমস্ত যান্ত্রিকতা পার হয়েও রোবট হয়ে পড়েন না নিজে, বরং ভবিষ্যত তা যত অল্প দিনেরই হোক না কেন, তার স্বপ্ন দেখেন। এক দঙ্গল ছেলেপেলে। পড়াশোনাতে অসাধারণ না হলেও মন্দ নয়। তাদের স্কুল থেকে কলেজ অবধি সময়টা উপন্যাসে এসেছে। তার মধ্যে শোভন আর তনয় একটু বিশেষ। ত...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন অর্ণব কর। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ........................................................ পাঠ প্রতিক্রিয়া : "নৈশ অপেরা"  লেখক : শাক্যজিৎ ভট্টাচার্য প্রকাশক : সুপ্রকাশ প্রকাশনী প্রথম প্রকাশ : জুন, ২০২৫ প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী পৃষ্ঠা সংখ্যা : ৪১০ মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা গতকাল বইটি পড়া শেষ করেছি। এখনও তার রেশ কাটেনি। উপন্যাস শেষ, রহস্য উন্মোচিত কিন্তু তবু যেন আমি দুপাশে জঙ্গলঘেরা ডেগাডেগি নদীর ধারে নির্জনে একাকী বসে আছি। উপন্যাসের স্থানীয় চরিত্রগুলো আমার চারপাশ দিয়ে ছায়া আবছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। কখনও নিঃশব্দে পাশে এসে বসছে। কখনও পিছনে এসে দাঁড়াচ্ছে। কখনও কারো গলার আওয়াজ শুনে সেরকমই কোনো ছায়ার পিছু পিছু আমি হয়তো জঙ্গলে ঘেরা উঁচু নিচু পথ দিয়ে পাড়ি দিয়েছি তিতিরকান্না মাঠের দিকে।  আমি বাকিদের মতন উদ্ধৃতি তুলে তুলে গতে বাঁধা নিয়মে পাঠ প্রতিক্রিয়া লিখতে পারিনা। আমার নিজের বক্তব্যই যতটা সংক্ষেপে হয় লিখে বোঝাতে চেষ্টা করি। স্পয়লার যাতে না দ...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন অভিষেক রায় বর্মণ। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................................. 'শেষ মৃত পাখি'-র মতন অমন অনবদ্য, শুধু সাম্প্রতিক নয়, বলব বাংলায় লেখা তাবৎ গোয়েন্দাসাহিত্যে এক আশ্চর্য ব্যতিক্রমী সংযোজনের পর, সেই একই সিরিজের প্রকাশিতব্য উপন্যাস সম্বন্ধে তার রচয়িতার কাছে প্রত্যাশা ও শেষমেশ নিরাশ হওয়ার আশঙ্কা—দুটিই খুব উঁচুতারে বাঁধা থাকে। ইতিমধ্যে শাক্যজিতের লেখা পূর্বাপর অনেকগুলি ছোটোগল্প, উপন্যাস, প্রবন্ধনিবন্ধ পড়ে ফেলি এবং মনে ভরসা জাগে যে, 'শে-মৃ-পা' অসময়ে উল্কাপাতের মত আকস্মিক কোনো দৈব অঘটন নয়—বরং একজন নিষ্ঠাবান গদ্যশিল্পীর দীর্ঘ অনুশীলন ও প্রস্তুতির যথাযোগ্য ফসল। এও বুঝতে পারি যে, সাহিত্যগুণের বিচারে, পশ্চিমবাংলার একালের গোয়েন্দাসাহিত্যে এক রাজর্ষি দাশ ভৌমিক ছাড়া শাক্যজিতের সমকক্ষ কেউ নেই। কাজেই প্রত্যাশা আরো প্রশ্রয় পায়। আপাতত 'নৈশ অপেরা' পড়ে আমি যুগপৎ বিস্মিত ও বিহ্বল। এ-কাহিনি কি কেবল 'শে-মৃ-পা'-র যোগ্য উত্তরপ...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন মৌসুমী চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ......................................................... নৈশ অপেরা শাক্যজিৎ ভট্টাচার্য সুপ্রকাশ  মুদ্রিত মূল্য: ৫৪০/-              পৃথিবীর এই সব উঁচু লোকদের দাবি এসে                           সবই নেয়, নারীকেও নিয়ে যায়।                                                                     —১৯৪৬-৪৭,জীবনানন্দ দাশ … সুতরাং কিশোরী অ্যাগনেস ও’ব্রায়েন-কেও একদিন হারিয়ে যেতে হয়।  এবং এডওয়ার্ড ব্রাউন খুন হয়,ক্রিস ব্রায়ান অপহৃত হয়,মুন্না মারা যায় বা নিরুদ্দেশ হয়ে যায়,ডেভিড ব্রাউন ও মনীষা ব্রাউন আত্মহত্যা করে। এবং ‘শেষ মৃত পাখি’র ব্রিলিয়ান্ট ডেবিউর তিনবছর পর তনয়ার ...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

Image
এমন দুপুরে বুড়োরা ঘরে ঢুকে থাকে আর তরুণেরা কাজে। সেজন্য ছোটো শহর নিস্তরঙ্গ হয়। কিন্তু, তা বলে মরে যায় কি? সেন্ট জন'স-এর মাথা ঘিরে বিচিত্র আকৃতিতে কাকের দলের ঘুরপাক। জঙ্গলে কাঠপোকার কিড়কিড় বাদে অন্য শব্দ আমি পাচ্ছি না। জায়গাটায় জিপিএস কাজ করছে না, তাই দরজাবন্ধ চার্চের সামনে দাঁড়িয়ে আমি এদিক-ওদিক তাকালাম। 'গোটা টাউনে ভূতেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো রাজ বসিয়েছে। এখানে আমরা কয়েক জন বাদে কেউ বেঁচে নেই। তুমি যাকে ভাববে বেঁচে, সে মরে আছে। আর যাকে মরা ভাববে, সে আসলে জ্যান্ত।' যাবার আগে দীপিকা বলেছিল আমাকে। আরও জানিয়েছিল একদিন জাদুবলে জঙ্গল ও পোড়োবাড়িদের দল উধাও হয়ে সেখানে মাথা তুলবে রিসর্ট, সুইমিং পুল, স্পা সেন্টার। 'ওই যে দেখছ চার্চ, ওটাই সেন্ট জন'স। রবিবার করে লোকজন আসে, কিন্তু বাকি সময়ে থমথমে। রাজ্যের সাপখোপের আড্ডা ওর অলটারের নীচে। আর আমার নাম দীপিকা সরেন।' আলগোছে, যেন অবহেলায় কাঁধ থেকে ঝাঁকিয়ে ফেলছে সে, যেভাবে অগ্রাহ্য করে এলোমেলো চুলের অবাঞ্ছিত ঝামরানো, জানিয়েছিল আমাকে। 'মনে রাখবে, এখন যতই গরম লাগুক, বিকেল থেকে কীভাবে তোমার হাড়ের ভেতর হিম ঢুকে যায়।' তবু ...

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

Image
প্রেস, নিকট-অতীতের লেটার-প্রিন্টিংপ্রেস মানে কী? প্রেস মানে তো একটা পরিচিত সাদা-কালো ছবি! মলিন ঘরে সস্তার কাঠের টেবিল, গুটিকতক চেয়ার, বেয়াড়া মাপের টুল অথবা নাতিদীর্ঘ বেঞ্চি—এই হলো সদর ; আর অন্দরে আধো-অন্ধকার-সমাকীর্ণ একটি-দুটি ঘরে কালিমাচিহ্নিত দেওয়াল, মলিন চেহারার কয়েকটি নাতি-উচ্চ কেস-র‌্যাক—যেখানে ঢুকিয়ে রাখা টাইপ-কেস, ঢালওয়ালা কিন্তু চালাহীন কম্পোজ স্ট্যান্ডের ওপরে ও স্ট্যান্ড ঘিরে রক্ষিত টাইপ-ভর্তি চৌকোণা খোপওয়ালা কেসগুলো। প্রেসের আয়তন ও সামর্থ্য-অনুযায়ী এমন টাইপ-স্ট্যান্ডের সংখ্যা, প্রত্যেকটি স্ট্যান্ডের সামনে কাঠের টুল।  লেটার-প্রিন্টিংপ্রেসের এক প্রতিনিধি স্থানীয় চিত্রের সঙ্গে সঙ্গে এই বই বিশেষভাবে ছাপাখানার সেই তাঁদের কথা, যাঁদের হাতের বিন্যস্ত অক্ষর টেলিগ্রাফের মতো সংকেতে-ইশারায়-ইঙ্গিতে মূর্ত সৌধ রচনা করে এসেছে দীর্ঘকাল। এই বই সেই ঘরের কাছের উপেক্ষার দ্বীপান্তে নির্বাসিত জগৎটির ছবিটিকে সময়ের কুয়াশাচ্ছন্ন অরক্ষিত সংগ্রহশালা থেকে পুনঃসংগ্রহের একটা প্রচেষ্টা বলা যায়। এই অপরিসর, আলো-বাতাসের কার্পণ্যে মুহ্যমান জগতের শ্রমসাধ্য-ভ্রাতৃত্বের গল্প প্রায় উপকথা হয়ে আলো ছড়ায়। সেই আলো...

খণ্ডপ্রহর।। অবিন সেন।। সুপ্রকাশ।।

Image
সিপাহী বিদ্রোহের পরবর্তী কালের কলকাতা। বাংলার আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষত কলকাতার বাঙালি-জীবনে চমকপ্রদ রূপান্তর ঘটে যাচ্ছে। কতিপয় বাঙালি চাইছে ফিরিঙ্গি বণিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাণিজ্য করতে। প্রাচীন এক মঙ্গলকাব্যের চরিত্র চাঁদ বেনে যেন বদলে দিতে চাইছে ছোট্ট রতিকান্তর জীবন। ‘খণ্ডপ্রহর’ আখ্যানের আবর্তে আছে রতিকান্তর উচ্চাকাঙ্ক্ষা—তার শৈশবের প্রেম—তার উত্থান—পাপ-পুণ্য আর আশ্চর্য সময়ের কুহেলি।  সমান্তরাল আর এক আখ্যানে বর্তমানের কলকাতা বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে সাত্যকির জীবন। তার যাবতীয় পরিচয়। আর আছে কাশীদাসী মহাভারতের ছেঁড়া তিনটি পাতা। ইতিহাস, স্বপ্ন, বাস্তব, অবাস্তবের সমাবেশে কী সংযোগ এই দুই আখ্যানের? খণ্ড খণ্ড সময়ের অভিঘাত পারবে কি তাদের মিলিয়ে দিতে? ........................... খণ্ডপ্রহর অবিন সেন ........................... প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী অলংকরণ : অদ্বয় দত্ত মুদ্রিত মূল্য : ২৮০ টাকা সুপ্রকাশ

বাঘাচাঁদের কথাকাব্য।। অনিল ঘোষ।। সুপ্রকাশ।।

Image
"এ সেই কালের কথা, যখন বাদাবন হাসিল করতে এসেছিল মানুষ। কাঁহা কাঁহা মুলুক থেকে এসেছিল তারা। হুই রাজমহল পাহাড় থেকে, মেদিনীমল্ল, ধলভূম, রাঢ়দেশ থেকে। আর নদী-নালা-খাল-বিলের মানুষ আসছে তো আসছেই। কেন আসছে? দেশে তখন ঘোর আকাল। হা-অন্ন কোথা অন্ন রব চারিদিকে। একমুঠো অন্নের খোঁজে মানুষ ছুটছে দিকবিদিক। কেউ যায় দক্ষিণে তো কেউ পুবে, কেউ উত্তরে তো কেউ পশ্চিমে। এইভাবে ছুটতে ছুটতে তাদের একটা দল পৌঁছল এই বাদার দেশে। তাদের কী দশা গো! হাড় জিরজিরে চেহারা। না খেয়ে খেয়ে পেট-পিঠ সমান হয়ে গেছে। হাঁটতে গেলে টাল খায়। হাঁস-ফাঁস শ্বাস ছাড়ে ঘনঘন। তবু স্বপ্ন তাদের চোখে। বুকে আশা আর কানে ভরসার মন্ত্র— জঙ্গল হাসিল করো। জঙ্গল হাসিল হলে জমিন পাবে, জমিন পেলে চাষ হবে, চাষ হলে ফসল ফলবে, ফসল ফললে ভাত পাবে। পেট ভরা ভাত। আর ভাত পেলে সুখ পাবে। বাঁচার সুখ। বাঁচে কীসে? খেয়ে-পরে, হেসে-খেলে, বে- শাদি করে, ছানাপোনার মুখ দেখে, সংসার ধরমের মধ্যে। এসব সুখের কথা। সুখ বাবা এমন, ওতে নেশা ধরে। হাড়িয়া-পচুই-এর নেশা তখন কোথায় লাগে! এ বাবা তার থেকেও চটকদার নেশা। আর সেই নেশার হাত-হাতিয়ার সব তৈরি। বাদায় চলো, জঙ্গল হাসিল করো, কুড়াল মারো, কোদা...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

Image
খালারি স্টেশনের পাশ দিয়ে বেঁকে যাওয়া রাস্তা ছয় কিলোমিটার অতিক্রান্ত হবে যখন, গঞ্জে ঢোকার মিনিট পাঁচেক আগে রাস্তার ডান পাশ দিয়ে একটা টিলা উঠে যেতে দেখা যাবে। তার অন্যদিকের গা বেয়ে জঙ্গল ভরতি খাদ। এই জায়গায় ঢেউ খেলানো পথ বাঁ-দিকে একটা বাঁক নিয়েছে। অঞ্চলটাকে মন দিয়ে লক্ষ করা দরকার। লোকে বলে, এখানে পাহাড়ি ভূতের দল বাসা বেঁধে আছে অনেকদিন হয়ে গেল। সেই যেদিন থেকে রেভারেন্ড ওয়েসলি গঞ্জে প্রথম মিশনারি স্কুল তৈরি করেছিলেন, তা সে আজ থেকে প্রায় নব্বই বছর আগের কথা, অথবা, তারও আগে হতে পারে, যেহেতু মানুষ ভুলে গেছে। রাত্রিবেলা সেসব ভূতের ফুটিফাটা আত্মার গহ্বর থেকে বেরোনো সাঁই সাঁই গাঢ় নিশ্বাসকে আশপাশের মুন্ডা ওরাওঁ গ্রামগুলোর অভুক্ত কাঠকয়লা চোরের হাঁপানি হিসেবে ভুল করার কারণ দেখেনি কেউ। একপাশে আধভাঙা বেথেল মিশন চার্চ ভূতের গল্পে সারজল জুগিয়েছে। অন্ধকারে ফিসফিসানি, চাপাগলায় অট্টহাসি, অথবা, অকস্মাৎ ফুঁপিয়ে কান্নার আওয়াজ সবাই পেত সেখানে। দিনের বেলা জায়গাটা সাফসুতরো থাকত। আদিবাসী রমণীরা খোলা জায়গায় বসে রোদ পোয়াত। আচার শুকোতে দেওয়া হত পাথরের গায়ে। কিছুদূর দিয়ে বয়ে গেছে একটা পাহাড়ি ঝোরা। তার জলে নিঃসংকোচে স...

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

Image
আসছে... . . . নৈশ অপেরা শাক্যজিৎ ভট্টাচার্য প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা  সুপ্রকাশ

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

Image
নৈশ অপেরা শাক্যজিৎ ভট্টাচার্য মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা  সুপ্রকাশ .................. আসছে জুন মাসের মাঝামাঝি।

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

Image
একটা ভেঙে পড়া টাউন। জঙ্গলের ভেতর চার্চ। কিছু ভাঙাচোরা মানুষ। রহস্যময় এক জলাভূমি। বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শিশু সেখানে মাঝে মাঝে দেখা দেয়। অলৌকিক আখ্যান হতে পারে, হতে পারে রহস্যকাহিনি, অথবা কিছুই নয়। হয়ত শুধুই বেদনার।  তনয়া কি পারবে এই আখ্যানের ভেতর লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে বার করতে? ..................... নৈশ অপেরা শাক্যজিৎ ভট্টাচার্য প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা  সুপ্রকাশ

অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত শুভদীপ চক্রবর্ত্তীর বই 'অভিমানভূম' পড়ে ইন্সটাগ্রামে নিজেদের পেজে মতামত জানিয়েছেন Bookworm। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ........................................................ এই শহুরে কোলাহলের মাঝে একটুকরো লালমাটির ঘ্রাণ! সত্যি! কতটুকুই বা আমরা জানি এই নিষ্পাপ, আবেগপ্রবণ, উৎসবপ্রিয় মানুষগুলোর কথা? মাটির প্রতি যাদের নাড়ির টান, নিত্য অনুষ্ঠানে যারা মেতে থাকে বেঁচে থাকার আনন্দে, তাদের ঘরের ভেতর দিয়ে যেন ঘুরে আসা যায় এই বইয়ের মাধ্যমে। পুরুলিয়াকে আর একটু কাছ থেকে অভিজ্ঞতা করার জন্য এই বইয়ের জুড়ি মেলা ভার! .................................................. অভিমানভূম লেখক : শুভদীপ চক্রবর্ত্তী  প্রকাশক : সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা

অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।।

Image
'তৃতীয় দিন বা খুন্টাও মাহা সহরায় পরবের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। 'গরু খুঁটা' বা কোথাও কোথাও 'বাঁদনা' নামেই হিল্লোল ওঠে মানভূমের বুকের কোণায় কোণায়। নিয়ম-আচার শুরু হয় সকাল থেকেই। গ্রাম প্রধান এবং নাইকের থেকে অনুমতি নিয়ে শুরু হয় পুজোর কাজ। 'গরু খুঁটা' আসলে গৃহপালিত গরুগুলোকে এবং 'কাঁড়া খুঁটা' চাষের কাজে সাহায্যকারী বলদগুলোকে উত্যক্ত করা। যদিও উদ্দেশ্য শুধু সেটুকুই কেবল নয়। আসলে বর্ষাকালে চাষবাসের পর মাঠে ভর্তি যখন ফসল, তখন দীর্ঘদিন অলস হয়ে বসে থাকা ছাড়া উপায় থাকে না পশুগুলোর। তাই শীতকালীন চাষবাস শুরু হবার আগে গতরে একটু তাগদ ফিরিয়ে আনতেই এই পদ্ধতি। এই দিন গরু বা বলদগুলোর শিংয়ে পড়ে তেল-সিঁদুরের প্রলেপ। তারপর তাদের সাজিয়ে দেওয়া হয় ধানের শীষ দিয়ে। গান গাইতে গাইতে শরীরে ছড়িয়ে দেওয়া হয় ধান, নরম ঘাস এবং আতপ চাল। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশের কোনো মাঠ বা খালি জায়গায়, যেখানে আগে থেকেই মাটির মধ্যে গর্ত করে শক্ত করে পুঁতে রাখা হয়েছে একটা শাল গাছের গুঁড়ি বা খুঁটি। সেই গরু বা বলদটাকে সেই খুঁটির সঙ্গে বাঁধবার পর তাকে উত্যক্ত করা শুরু হয় ধামসা-মাদল-বাঁশি বা...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে ইন্সটাগ্রামে মতামত জানিয়েছেন দিশা চক্রবর্তী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ........................................................... বই : আহাম্মকের খুদকুড়ো লেখক : দুর্লভ সূত্রধর প্রকাশনা : সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩০০/- সাধারণের তুচ্ছ জীবনের চারপাশেও চঞ্চলতা- ঔদাস্যের কত দিন জমা হয়ে থাকে খুদকুড়োরই মতো। ডুমাটোলার দাদু বলেছিলেন, " বুঝলে দাদুভাই, এই জীবনটা ছাড়া জীবনে অপ্রয়োজনীয় বলে কিছু নেই।" সমগ্র বই জুড়ে লেখক এঁকেছেন তার অতীত জীবনের, ছোটোবেলার গল্প। সকালের জলখাবারের রকমারি থেকে শুরু করে জ্বরের মুখে পোড়ের ভাত আর রহস্যময় ঘি-এর স্বাদ, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা প্রস্ফুটিত হয়েছে লেখকের কলমে। কখনো আবার একসাথে গোটা একটা ডিম খাওয়ার প্রথম ও রোমাঞ্চকর অভিজ্ঞতা লিখেছেন লেখক। জলখাবারের সমারোহ কখনো কখনো গভীরভাবে আকর্ষণ করতো লেখককে। লেখকের লেখায় লেখকের ছোটোবেলার জীবনের আরো অনেক তথ্য ধরা পড়ে। লেখকের স্কুল, রিপাবলিক স্কুল, স্কুলের শিক্ষক, স্কুলের বন্ধুরা, সরস্বতী পূজা, উদযাপন উপলক্ষে বিভি...

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন ঐশী রায়। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ এই বইকে কী বলবো! এই সময়ের রূপকথা, যেখানে যৌথখামারের স্বপ্নের বাস্তবায়ন করে দেখিয়েছেন লেখক। কত হেরে যাওয়া, কত ব্যর্থতা পেরিয়ে মানুষ বেঁধে বেঁধে থাকেন দু-প্রজন্ম জুড়ে। যে সমৃদ্ধ, সচেতন নাগরিকের স্বপ্ন দেখেছেন এবং দেখিয়েছেন লেখক, তা বাংলা সাহিত্যে থেকে যাবে, এ আমার বিশ্বাস। একটাই আক্ষেপ, কেন অনুবাদ হয় না এসব বইয়ের? বেশ কিছু মনে রাখার মতো লাইন দিয়েছে এই বই। 'আমাদের মতাদর্শ আসলে কর্মের পথনির্দেশিকা।'—এরকম অসামান্য স্মরণীয় লাইনে ভরে রয়েছে এই বই। মাঝে মাঝেই ফিরে ফিরে পড়তে হবে এই বই আমাকে। ................................................................. অনন্যবর্তী দুর্লভ সূত্রধর  সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন নিশা মিত্র। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ দুর্লভ সূত্রধর এখন বেশ নামকরা লেখক। তাঁর সব গল্প পড়া না হলেও আহম্মদের খুদকুড়ো-র নাম প্রায় অনেকের শোনা। অনন্যবর্তী ২০২৫-এ এসে সেই নব্বই-এর দশক বা তারও আগের গল্প শোনায়। কুন্তী নদীর ধারে বড়ো হয়ে ওঠা শৈশব, যৌবন ও বার্ধক্যের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য। সেইসঙ্গে দেখতে শেখা চারপাশের পরিবেশ, মানুষজন কেমন পরিবর্তিত হয়ে চলেছে সময়ের সঙ্গে। তনয়, শোভন, টুকু, কাজু, তরণী, তপেশ কয়েকজন কৈশোর পেরোনো ছেলে মেয়ের সরল, সাধাসিধে গ্রাম্য বা আধা মফস্বলী জীবন। লেখক এই কৈশোর ও যৌবনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকা চরিত্রগুলির মধ্যে দিয়ে বন্ধুত্ব, প্রেম, পড়াশোনা, মানসিক অস্থিরতা যেমন বুঝিয়েছেন, সেই রকমই সমান্তরালে শচিপ্রসাদ, সতীশচন্দ্র, ফনিভূষণ, ঊষাদেবী, কুসুমিতা এঁদের মাধ্যমে যৌবন থেকে বার্ধক্যে উন্নীত হওয়ার কাহিনীও ব্যক্ত করেছেন। রাজনীতি, সংকীর্ণতা, পারস্পরিক দ্বন্দ্ব বিভ্রান্ত করেছে চরিত্রগুলিকে। কিন্তু...

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন সামিহা অনু। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ একটা সুন্দর ছিমছাম মিনিমালিস্টিক বই। শৈশব, বেড়ে ওঠা, জীবন ও জগতকে দ্যাখার গল্প। সহজ সাধারণ কিছু মানুষের পার্সপেক্টিভ থেকে। গল্পের ন্যারেশন খুবই লিনিয়ার, কিন্তু নান্দনিক। রূপক উপমার পরিমিত ব্যবহার। প্রকৃতির বর্ণনায় ন্যূনতম মনোটনি নেই। শৈলী বিচারে অনন্যবর্তী'র সাথে মণীন্দ্র গুপ্তের 'অক্ষয় মালবেরি'র তুলনা করা যাইতে পারে। অবশ্য প্রথমটা ফিকশন, দ্বিতীয়টা নন। পড়তে গিয়ে মুগ্ধ হয়েছি উভয় ক্ষেত্রে। মালবেরি আমার বেশিই প্রিয়। ................................................................. অনন্যবর্তী দুর্লভ সূত্রধর  সুপ্রকাশ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন তানভীর আহমেদ শুভ। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ বইটিতে সবচেয়ে বেশী ভালো লেগেছে তথ্যগুলো। শৈশবের স্মৃতি থেকে এত বিশদ বিবরণ খুবই প্রশংসনীয়। আমাদের সবারই এমন কিছু কিছু স্মৃতি থাকে যা আমরা মনে রাখতে পারি শুধুমাত্র তাদের বিচিত্রতার জন্যে। যেমন লেখকের ক্ষেত্রে সেটি হবে শৈশবে কোনো এক প্রানীর কামড় খাওয়া। যদিও তার স্মৃতি তাকে কোন প্রানী কামড়িয়েছিলো তা মনে রাখতে দেয়নি। তবুও, দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র মনে রাখতে পারাটা বিস্ময়কর। খাবারদাবার নিয়ে লেখকের আলাদাই একটা নস্টালজিয়া বিদ্যমান। আর্থিক অবস্থার দরুন বিলাসিতা না থাকলেও বৈচিত্রের প্রাচুর্য ছিল। আর খাবারের স্বাদের বিবরণী এত নিখুঁত যে পড়লেই স্বাদ উপলব্ধি করা সম্ভব। আরেকটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাঁর স্কুলকে "রিপাবলিক" হিসেবে সম্বোধন করা। আমার কাছে এটা নতুন কারণ আজীবন স্কুল কলেজকে "গুলাগ"-এর সাথে তুলনা করে এসেছি। পরে অবশ্য বুঝা গিয়েছে কেন লেখকের কাছে...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন সুব্রত দাস। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ স্বর্ণের দোকানের আশেপাশে কিছু লোক ঝাড়ু দিয়ে আবর্জনা সংগ্রহ করে, তারপর সেগুলো পুড়িয়ে ছেকে বের করে আনে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের কণা। লেখক যেগুলোকে খুদকুড়ো বলেছেন সেগুলো এই ছাইয়ে পাওয়া স্বর্ণকণা মনে হয়েছে। গ্রামের শৈশব আর কৈশোরের এত চমৎকার বর্ণনা এই শহুরে পাঠকের মনে যে কিছুটা ঈর্ষার সঞ্চার করেছে তা বলাই বাহুল্য। লেখক যে বিষয়টিকেই নিয়ে লিখেছেন তা এমনভাবে তুলে ধরেছেন যাতে কোন স্বর্ণকণিকায় বাদ পড়তে না পারে। কয়েকবছর আগে জাপানি বই "তেত্তোচান" পড়ে মনে হয়েছিল ঈশ যদি এমন একটা বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করতে পারতাম! এই বইটি পড়ে আবার সে অনুভুতি হচ্ছে। ইশ!! আমাদের হাইস্কুলগুলোও যদি সে "রিপাবলিক" এর মতো হত। লেখকের রিপাবলিক-এর স্যারদের এমন ব্যক্তিত্ব আজকাল গল্প উপন্যাসেও দূর্লভ হয়ে উঠেছে। যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি শিক্ষাব্যবস্থা, সর্বোপরি নৈতিকতা ও মূল্যবোধের অ...

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন শিশির। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................ "মনে নেই? মণিবাবু স্যার একদিন ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎই জানালার বাইরে স্বপ্নিল চোখ মেলে উদাসীন গলায় বলেছিলেন— 'সাহেব বাংলোর সামনে যে দেবদারু বীথি আছে, জ্যোৎস্না রাতে সেখানে একা একা হাঁটলে কবিতার জন্ম হবে।' কিংবা 'রূপেশ্বরী আনারখোলার কাছে যেখানে বড়ো একটা বাঁক নিয়ে হাঁটুরার দিকে চলে গেছে, শেষ বিকেলের রক্তাভ সোনালি আলোয় সেখানে গিয়ে দাঁড়ালে কবিতা অমনি ধরা দেবে। সেখানে দত্তচৌধুরীদের পূর্বপুরুষদের 'কামরা।' বৃক্ষ-সজ্জিত বহু পুরোনো বাগান। সেখানে যখন থেকে থেকে ভেসে আসা কাঠচাঁপার গন্ধে চমকে উঠবে বাতাস তখন কবিতা এসে তোমার পাশে বসবে।' মনে আবার নেই! স্যার মাঝে মাঝেই অমন স্বপ্নে চলে যেতেন"। —কেউ যদি কথা না শোনে তাহলে মানুষ কীভাবে কথা বলবে? মনিবাবু স্যারের কথা অনুযায়ী কাগজে কলমে। কলমের স্পর্শে ফুটে উঠবে কথার কারুমিতি! লেখক আসলে কথার 'কারুমিতি'ই ফুটিয়ে ত...

বাঘাচাঁদের কথাকাব্য।। অনিল ঘোষ।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত অনিল ঘোষের বই ' বাঘাচাঁদের কথাকাব্য ' পড়ে লিখেছেন শর্মিষ্ঠা বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।  ............................ বাঘাচাঁদের কথাকাব্য শেষ করলাম। সুন্দরবন অঞ্চলের কাল্পনিক চরিত্রকে নিয়ে যে লোককথা বা চলতি মিথ সেটাই সুন্দর করে লিপিবদ্ধ করেছেন লেখক অনিল ঘোষ। এইসব মিথের সাথে জড়িয়ে আছে মানুষকে ধর্ম, বর্ণ, নির্বিশেষে এক্যবদ্ধ করার রসদ। নিরক্ষর মানুষের অন্তরে সাম্যবাদের বীজ বপন করেছিল এইসব লোক কথা যা নগরায়নের কোপে আস্তে আস্তে নিজের মহিমা হারায়। যেকোনো লোককথা, লেজেন্ড, মিথ, একটা উপজাতির ইতিহাস বহন করে, মানুষের শিকড়ের গল্প যার মধ্যে নিহিত থাকে তাদের সংগ্রামের ইতিহাস।    বাঘাচাঁদের কথাকাব্য  সুপ্রকাশ প্রকাশনা , ৩০০ টাকা

মোগলমারির সখি।। ভাস্কর দাস।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত ভাস্কর দাসের বই 'মোগলমারির সখি' পড়ে মতামত জানিয়েছেন প্রান্তিক বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। .......................................................... অন্যরকম একটা বই পড়লাম। এরকম কিছু আগে পড়িনি। তাই ভাবলাম আর পাঁচজনের সাথে শেয়ার করি। হয়ত আপনি মোগলমারি জায়গাটার কথা আগে শুনেছেন। আমি শুনেছিলাম মাত্র কয়েকবছর আগে। আবছা মনে ছিল। বইমেলায় ট্রাভেল রাইটার্স ফোরামের স্টলে এই বইটার সুন্দর এক প্রচ্ছদ আর নাম দেখে উল্টেপাল্টে দেখি। ইনস্ট্যান্ট একটা আকর্ষণ জন্মায়। কারণ গ্রামে বড় হওয়া আমার ঠাকুমা আর বাবার পিসিমার মুখে ছোটবেলায় শোনা বেশ কিছু লোককথা।  বইটা এখনো অবধি দুবার পড়েছি। একবার হু হু করে, সামনে পিছনে না দেখে। আর একবার সটীক। এত সুন্দর উপস্থাপনার কারণে এই ছোট্ট বইটা আমার হাতে যতটা থেকেছে, তার থেকে বেশি একে রোমন্থন করেছি মনে।  মোগলমারিতে একটা চকিত ভ্রমণ থেকে উড়ান শুরু করে লেখকের এক ভাবনা। পরিষ্কারভাবে আরও বই, নথি, পুঁথি, আন্তর্জাল ঘেঁটে জন্ম নেয় এই মিনি জেম। একই পরণকথার (এই শব্দটার অর্থ ও ব্যবহার আগে বিশেষ জানতাম না) চারটে রূ...

ছায়াবৃতা।। সুনীল সেনশর্মা।। পাঠপ্রতিক্রিয়া।।

Image
সুপ্রকাশ প্রকাশিত সুনীল সেনশর্মা-র বই 'ছায়াবৃতা' পড়ে মতামত জানিয়েছেন আকাশ বৈদ্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ............................................................. #পাঠ_অনুভূতি সুপ্রকাশ প্রকাশনার বই গুলো আমার নজর কেড়েছিল তাদের ফেসবুক পোস্টের কল্যাণে। তাদের বেশিরভাগ বইয়ের বিজ্ঞাপন পড়তে গিয়ে মনে হয়েছে তাদের বইগুলো একটু ভিন্ন, একটু অন্যরকম। বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ পড়তে গিয়েই সেই ভিন্নতার আভাস পেয়েছিলাম। মনে ভাবনা ছিলই বইগুলো একবার উল্টেপাল্টে দেখার। সেই অভিপ্রায়ে সংগ্রহ করেছিলাম 'ছায়াবৃতা'।  ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত। হ্যাঁ, এভাবেই নেফাকে বর্ণনা করেছেন লেখক। নেফা অর্থাৎ যাকে আমরা আজকের দিনে চিনি অরুণাচল প্রদেশ হিসেবে। সে যে শুধুমাত্র অরন্যাবৃত হওয়ার জন্য লেখকের কাছে এই নামে ভূষিত হয়েছে তা নয়, একটা নির্দিষ্ট সময় অবধি সে তো দেশের বাকি অংশের একপ্রকার ছায়াতেই ছিল। একটু একটু প্রাধান্য পেতে শুরু করে সে বাষট্টি সালের ইন্দো-চিন যুদ্ধের পর। যখন যুদ্ধের ফলাফল সরকার বাহাদুরকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই সময়েই লেখক ভূতা...

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

Image
কিন্তু উনিশ শতকের শেষের দিকে তো বটেই বিশ শতকের গোড়ার দিকেও অধিকাংশ ক্ষেত্রেই কম্পোজিটর কিংবা প্রেসের অন্যান্য স্তরের কর্মীদের রীতিমাফিক মজুরির একটা মোটের ওপর মান্য-মাপকাঠি থাকলেও বেতন-কাঠামোর সুষ্ঠু প্রয়োগের অভাব ছিল। দক্ষ কম্পোজিটরেরা (যাঁরা হস্তলিখিত পাণ্ডুলিপি এবং সুবোধ্য ও আপাত-দুর্বোধ্য সর্বপ্রকার হস্তলিপির পাঠোদ্ধারে সক্ষম, যাঁরা টাইপকে সঠিকভাবে টাইপ-কেসে বিতরণ করতে এবং কম্পোজকালে দ্রুত আহরণ করতে সক্ষম, যাঁরা দ্রুততার সঙ্গে পৃষ্ঠার পর পৃষ্ঠা নাগাড়ে কম্পোজ করে চলতে পারেন, যাঁরা অতি সহজেই টাইপের বিভিন্ন ধরন ও মাপকে চিহ্নিত করতে পারেন, যাঁরা দ্রুততার সঙ্গে এমনভাবে পেজ-মেকাপ করতে পারেন যাতে মেশিনম্যান বা মেশিন-প্রিন্টারের ম্যাটার সেট করতে কোনো অসুবিধা হয় না, যাঁরা উদ্দিষ্ট ভাষার বানান ও বাক্যবন্ধের মান্যতা-সম্পর্কে সচেতন, স্বল্প-ব্যবহৃত শব্দাবলী এবং অক্ষরের সঙ্গেও যাঁরা পরিচিত, যাঁরা প্রুফ-রিডারদের ব্যবহৃত চিহ্নাবলী, কৌশল ইত্যাদি-সম্পর্কে ওয়াকিবহাল... ইত্যাদি ইত্যাদি) দক্ষতার জন্য কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য শিল্প-শ্রমিকদের থেকে বেশি উপার্জন করতে সক্ষম হলেও তাদের বেতনের সঙ্গতিপূর্ণ স...