অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন নিশা মিত্র। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................................
দুর্লভ সূত্রধর এখন বেশ নামকরা লেখক। তাঁর সব গল্প পড়া না হলেও আহম্মদের খুদকুড়ো-র নাম প্রায় অনেকের শোনা। অনন্যবর্তী ২০২৫-এ এসে সেই নব্বই-এর দশক বা তারও আগের গল্প শোনায়। কুন্তী নদীর ধারে বড়ো হয়ে ওঠা শৈশব, যৌবন ও বার্ধক্যের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য। সেইসঙ্গে দেখতে শেখা চারপাশের পরিবেশ, মানুষজন কেমন পরিবর্তিত হয়ে চলেছে সময়ের সঙ্গে।

তনয়, শোভন, টুকু, কাজু, তরণী, তপেশ কয়েকজন কৈশোর পেরোনো ছেলে মেয়ের সরল, সাধাসিধে গ্রাম্য বা আধা মফস্বলী জীবন। লেখক এই কৈশোর ও যৌবনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে থাকা চরিত্রগুলির মধ্যে দিয়ে বন্ধুত্ব, প্রেম, পড়াশোনা, মানসিক অস্থিরতা যেমন বুঝিয়েছেন, সেই রকমই সমান্তরালে শচিপ্রসাদ, সতীশচন্দ্র, ফনিভূষণ, ঊষাদেবী, কুসুমিতা এঁদের মাধ্যমে যৌবন থেকে বার্ধক্যে উন্নীত হওয়ার কাহিনীও ব্যক্ত করেছেন।

রাজনীতি, সংকীর্ণতা, পারস্পরিক দ্বন্দ্ব বিভ্রান্ত করেছে চরিত্রগুলিকে। কিন্তু তারা পথ খুঁজে পেয়েছে ফিরে আসার। ব্যাক টু বেসিক শুধু একটা শব্দ বন্ধই নয়, লেখক সেটাকে সঠিকভাবে ব্যবহারও করেছেন। শচিপ্রসাদ, ফনীভূষনেরা কুন্তী নদীর ধারে শটিডাঙা তৈরি করতে চেয়েছেন বার্ধক্য যাপনের অবলম্বন একটি আশ্রম বা Sanctuary। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সাহায্য প্রার্থনা করেছেন তাঁরা। কিন্তু সেই পথ সহজ নয়। বাধা বিপত্তি প্রচুর। শেষ অবধি তাঁরা কি সমর্থ হন সেই কাজ সম্পূর্ণ করতে?

আমাদের জগৎ ইউটোপিক নয়। তবু, ভাবতে ভালো লাগে যে সমস্যা থাকলে সমাধানের পথও থাকবে। এই দশকের গল্পে আমরা সহজে সমাধান খুঁজে পাইনা। মানুষ জটিল, সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ভীষণ। এর মাঝখানে অনন্যবর্তী একটা খোলা হাওয়ার মতো। গত দশকের খোলামেলা জটিলতাহীন জীবন মিঠে লাগে তাই।
.................................................................
অনন্যবর্তী
দুর্লভ সূত্রধর 
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।