অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস 'অনন্যবর্তী' পড়ে গুডরিডস্-এ মতামত জানিয়েছেন শতাব্দী। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
..........................................................
চারিদিক অশান্ত। যুদ্ধের দামামা, রোগের ঘনঘটা। কঠিন কিছু, কষ্টের কিছু পড়তে ইচ্ছে করছিল না। কোন ধরনের পূর্বধারণা ছাড়াই অনন্যবর্তী হাতে তুলে নিয়েছিলাম। লেখকের আহাম্মকের খুঁদকুড়ো পড়ার ভরসা ছিল। সে ভরসা বিফলে যায় নি।
কিছু নবীন, কিছু প্রবীণ মানুষের গল্প এটি। সময়টা কয়েক দশক আগের হলেও সম্পূর্ণ উপন্যাস জুড়ে যে স্মিত আবহাওয়া বিরাজমান ছিল, তা সাধারণত এমন ধরনের উপন্যাসে থাকে না।
উপন্যাসটি হালকা নয়, গভীর জীবনকথার অভাব আছে এমনও নয়, কিশোর কাহিনীও নয়, আপাদমস্তক বড়দেরই। কিন্তু সেইসব বড়দের জন্য যারা জীবনকে দেখেন সহজ চোখে। অকারণ জটিলতা পার হতে পারেন যারা। যারা সমস্ত যান্ত্রিকতা পার হয়েও রোবট হয়ে পড়েন না নিজে, বরং ভবিষ্যত তা যত অল্প দিনেরই হোক না কেন, তার স্বপ্ন দেখেন।
এক দঙ্গল ছেলেপেলে। পড়াশোনাতে অসাধারণ না হলেও মন্দ নয়। তাদের স্কুল থেকে কলেজ অবধি সময়টা উপন্যাসে এসেছে। তার মধ্যে শোভন আর তনয় একটু বিশেষ। তাদের পরিবার আর প্রেমের কথা বিস্তারিতভাবে এসেছে। আবার শোভন আর তনয়ের বাবাও বন্ধুস্থানীয়। তাদের সাথে আরো রয়েছেন গ্রামীণ কম্পাউন্ডার ফণীভূষণ আর স্বাধীনচেতা নীরদ।
চাকরিতে অবসরের পর এই চার বন্ধু মিলে শটিডাঙ্গায় একটা খামার গড়ে তোলার স্বপ্ন দেখেন।
নানা ঘটনার মধ্য দিয়ে জীবন চলতে থাকে সকলের। ট্র্যাজেডি থাকলেও খুব মোটা দাগে নয়। জীবনের সাধারণ দিকগুলোই ছুঁতে চেয়েছেন লেখক। গড়পড়তা একদল মানুষের জীবন। কিন্তু গড়পড়তার মধ্যেও বিশেষ। তাই শোভনের বাবা যখন শোভনকে উপদেশ দেন জীবনে খুব বড়লোক না হতে— আমরা অবাক হই না।
মাঝি কাল্লুর সাথে ছেলেদের বন্ধুত্বে কিংবা গ্রামীণ নাইট স্কুল, হেলথ প্রোগ্রাম চালানোতে ওদের উৎসাহ আমাদের তারুণ্যের কাল মনে করিয়ে দেয়। আনোয়ারার চমৎকার রান্নার স্বাদ যখন সকলে নেন, তখন ভেদরেখাটুকু মুছে দেয়ারও একটা প্রয়াস চোখে পড়ে।
সহজ সাধারণ ভাষায় সাধারণ কিছু মানুষের গল্পটা আমার দিনটা সুন্দর করে দিয়েছে। লেখককে ধন্যবাদ।
...................................................
অনন্যবর্তী
দুর্লভ সূত্রধর
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
প্রকাশক : সুপ্রকাশ
Comments
Post a Comment