আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন সুব্রত দাস। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................................
স্বর্ণের দোকানের আশেপাশে কিছু লোক ঝাড়ু দিয়ে আবর্জনা সংগ্রহ করে, তারপর সেগুলো পুড়িয়ে ছেকে বের করে আনে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের কণা।
লেখক যেগুলোকে খুদকুড়ো বলেছেন সেগুলো এই ছাইয়ে পাওয়া স্বর্ণকণা মনে হয়েছে। গ্রামের শৈশব আর কৈশোরের এত চমৎকার বর্ণনা এই শহুরে পাঠকের মনে যে কিছুটা ঈর্ষার সঞ্চার করেছে তা বলাই বাহুল্য। লেখক যে বিষয়টিকেই নিয়ে লিখেছেন তা এমনভাবে তুলে ধরেছেন যাতে কোন স্বর্ণকণিকায় বাদ পড়তে না পারে।
কয়েকবছর আগে জাপানি বই "তেত্তোচান" পড়ে মনে হয়েছিল ঈশ যদি এমন একটা বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করতে পারতাম!
এই বইটি পড়ে আবার সে অনুভুতি হচ্ছে। ইশ!! আমাদের হাইস্কুলগুলোও যদি সে "রিপাবলিক" এর মতো হত।
লেখকের রিপাবলিক-এর স্যারদের এমন ব্যক্তিত্ব আজকাল গল্প উপন্যাসেও দূর্লভ হয়ে উঠেছে। যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি শিক্ষাব্যবস্থা, সর্বোপরি নৈতিকতা ও মূল্যবোধের অধঃপতনের মধ্য দিয়ে। আবার আমাদের বর্তমান মা-রাও অন্নপূর্ণা হয়ে উঠতে পারছেন না। তাই হতদরিদ্র থেকে কোটিপতি সবার ঘরেই সদা-অভাব।
তাই মায়েদের সন্তানরাও "মানুষ" হয়ে উঠতে পারছে না।
মোটের উপর লেখকের সাথে নিজেদের শৈশব কৈশোরের তুলনা করতে গেলে দীর্ঘশ্বাসের প্যারেড বয়ে যাবে।
সাদামাটা অনাড়ম্বর জীবনও কত রঙিন, কত জমকালো হতে পারে এ বই-ই তার প্রমাণ।
কে জানে, হয়ত আমরা যে শৈশব নিয়ে আফসোস করছি, আমাদের পরের কোন এক জেনারেশন এসে আমাদের বলবে, আপনারাই ভাগ্যবান, আপনারাই আসল শৈশব কাটিয়েছেন, আমরা তো কিছুই পেলাম না। শৈশব কৈশোরগুলো থেকে এভাবে ক্রমাগত আনন্দ হারাচ্ছে কেন??
............................................................
বই : আহাম্মকের খুদকুড়ো
লেখক : দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
Comments
Post a Comment