ছায়াবৃতা।। সুনীল সেনশর্মা।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত সুনীল সেনশর্মা-র বই 'ছায়াবৃতা' পড়ে মতামত জানিয়েছেন আকাশ বৈদ্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.............................................................
#পাঠ_অনুভূতি

সুপ্রকাশ প্রকাশনার বই গুলো আমার নজর কেড়েছিল তাদের ফেসবুক পোস্টের কল্যাণে। তাদের বেশিরভাগ বইয়ের বিজ্ঞাপন পড়তে গিয়ে মনে হয়েছে তাদের বইগুলো একটু ভিন্ন, একটু অন্যরকম। বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ পড়তে গিয়েই সেই ভিন্নতার আভাস পেয়েছিলাম। মনে ভাবনা ছিলই বইগুলো একবার উল্টেপাল্টে দেখার। সেই অভিপ্রায়ে সংগ্রহ করেছিলাম 'ছায়াবৃতা'। 

ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত। হ্যাঁ, এভাবেই নেফাকে বর্ণনা করেছেন লেখক। নেফা অর্থাৎ যাকে আমরা আজকের দিনে চিনি অরুণাচল প্রদেশ হিসেবে। সে যে শুধুমাত্র অরন্যাবৃত হওয়ার জন্য লেখকের কাছে এই নামে ভূষিত হয়েছে তা নয়, একটা নির্দিষ্ট সময় অবধি সে তো দেশের বাকি অংশের একপ্রকার ছায়াতেই ছিল। একটু একটু প্রাধান্য পেতে শুরু করে সে বাষট্টি সালের ইন্দো-চিন যুদ্ধের পর। যখন যুদ্ধের ফলাফল সরকার বাহাদুরকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সেই সময়েই লেখক ভূতাত্ত্বিক হিসেবে পাড়ি দেন নেফাতে। বিপুল পরিশ্রম ও অর্থের বিনিময়ে নির্মিত সড়ককে কিভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় তার উপায় নির্ধারণ করায় ছিল লেখকের কর্তব্য। 

এই ছায়াবৃতা হলো লেখকের সেই ষাটের দশকে নেফাতে কাজ করার অভিজ্ঞতা। তবে পুরো বইটাই যদি শুধু অভিজ্ঞতায় ভর্তি বলি তাহলে ভুল হবে। স্মৃতিচারণার সাথে সাথে এই বইতে লেখক তুলে ধরেছেন বিভিন্ন উপজাতির কথা, আঞ্চলিক ইতিহাস। গল্পের আকারে পাঠকের সাথে চা এর ইতিহাস নিয়ে অনেক তথ্য ভাগ করে নিয়েছেন। সমসাময়িক জিওপলিটিক্স নিয়েও লেখক ব্যক্তিগত মন্তব্য রেখেছেন বইতে। আর সর্বোপরি তার এই লেখায় বার বার উঠে এসেছে অরুণাচলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। 

আক্ষরিক অর্থেই ছায়াবৃতা হলো এক ঘুম ভাঙ্গার কাহিনী। বলা বাহুল্য এই বই একটানে পড়ার মত একবারেই নয়। তাড়াহুড়ো করে পড়ার কোনো ব্যাপার নেই। ধীরে সুস্থে প্রকৃতির বর্ণনা উপভোগ করার লেখা, সেখানকার মানুষজন ও তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক অজানা তথ্য জানবার লেখা। শেষে অবশ্যই বলব, এই প্রকাশনীর প্রকাশিত আরও অনেক বই পড়ার ইচ্ছা রইল। 

(মতামত একান্তই ব্যক্তিগত)

ছায়াবৃতা
সুনীল সেনশর্মা
সুপ্রকাশ 
পৃষ্ঠা সংখ্যা : ১৩২
মূল্য : ₹২৫০

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।