বাঘাচাঁদের কথাকাব্য।। অনিল ঘোষ।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অনিল ঘোষের বই ' বাঘাচাঁদের কথাকাব্য ' পড়ে লিখেছেন শর্মিষ্ঠা বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
............................
বাঘাচাঁদের কথাকাব্য শেষ করলাম।
সুন্দরবন অঞ্চলের কাল্পনিক চরিত্রকে নিয়ে যে লোককথা বা চলতি মিথ সেটাই সুন্দর করে লিপিবদ্ধ করেছেন লেখক অনিল ঘোষ। এইসব মিথের সাথে জড়িয়ে আছে মানুষকে ধর্ম, বর্ণ, নির্বিশেষে এক্যবদ্ধ করার রসদ। নিরক্ষর মানুষের অন্তরে সাম্যবাদের বীজ বপন করেছিল এইসব লোক কথা যা নগরায়নের কোপে আস্তে আস্তে নিজের মহিমা হারায়। যেকোনো লোককথা, লেজেন্ড, মিথ, একটা উপজাতির ইতিহাস বহন করে, মানুষের শিকড়ের গল্প যার মধ্যে নিহিত থাকে তাদের সংগ্রামের ইতিহাস। 
 
বাঘাচাঁদের কথাকাব্য 
সুপ্রকাশ প্রকাশনা , ৩০০ টাকা


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।