আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন শিশির। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................................
"মনে নেই? মণিবাবু স্যার একদিন ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎই জানালার বাইরে স্বপ্নিল চোখ মেলে উদাসীন গলায় বলেছিলেন— 'সাহেব বাংলোর সামনে যে দেবদারু বীথি আছে, জ্যোৎস্না রাতে সেখানে একা একা হাঁটলে কবিতার জন্ম হবে।' কিংবা 'রূপেশ্বরী আনারখোলার কাছে যেখানে বড়ো একটা বাঁক নিয়ে হাঁটুরার দিকে চলে গেছে, শেষ বিকেলের রক্তাভ সোনালি আলোয় সেখানে গিয়ে দাঁড়ালে কবিতা অমনি ধরা দেবে। সেখানে দত্তচৌধুরীদের পূর্বপুরুষদের 'কামরা।' বৃক্ষ-সজ্জিত বহু পুরোনো বাগান। সেখানে যখন থেকে থেকে ভেসে আসা কাঠচাঁপার গন্ধে চমকে উঠবে বাতাস তখন কবিতা এসে তোমার পাশে বসবে।'
মনে আবার নেই! স্যার মাঝে মাঝেই অমন স্বপ্নে চলে যেতেন"।
—কেউ যদি কথা না শোনে তাহলে মানুষ কীভাবে কথা বলবে? মনিবাবু স্যারের কথা অনুযায়ী কাগজে কলমে। কলমের স্পর্শে ফুটে উঠবে কথার কারুমিতি!
লেখক আসলে কথার 'কারুমিতি'ই ফুটিয়ে তুলেছেন। অসাধারণ!!
............................................................
বই : আহাম্মকের খুদকুড়ো
লেখক : দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
Comments
Post a Comment