আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের বই 'আহাম্মকের খুদকুড়ো' পড়ে গুডরিডস-এ মতামত জানিয়েছেন তানভীর আহমেদ শুভ। আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
................................................................
বইটিতে সবচেয়ে বেশী ভালো লেগেছে তথ্যগুলো। শৈশবের স্মৃতি থেকে এত বিশদ বিবরণ খুবই প্রশংসনীয়। আমাদের সবারই এমন কিছু কিছু স্মৃতি থাকে যা আমরা মনে রাখতে পারি শুধুমাত্র তাদের বিচিত্রতার জন্যে। যেমন লেখকের ক্ষেত্রে সেটি হবে শৈশবে কোনো এক প্রানীর কামড় খাওয়া। যদিও তার স্মৃতি তাকে কোন প্রানী কামড়িয়েছিলো তা মনে রাখতে দেয়নি। তবুও, দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিসপত্র মনে রাখতে পারাটা বিস্ময়কর। খাবারদাবার নিয়ে লেখকের আলাদাই একটা নস্টালজিয়া বিদ্যমান। আর্থিক অবস্থার দরুন বিলাসিতা না থাকলেও বৈচিত্রের প্রাচুর্য ছিল। আর খাবারের স্বাদের বিবরণী এত নিখুঁত যে পড়লেই স্বাদ উপলব্ধি করা সম্ভব। আরেকটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাঁর স্কুলকে "রিপাবলিক" হিসেবে সম্বোধন করা। আমার কাছে এটা নতুন কারণ আজীবন স্কুল কলেজকে "গুলাগ"-এর সাথে তুলনা করে এসেছি। পরে অবশ্য বুঝা গিয়েছে কেন লেখকের কাছে তার স্কুল "রিপাবলিক" ছিল, "গুলাগ" নয়। প্লেটোর সমসাময়িক রিপাবলিকের মতোনই পন্ডিতদের দ্বারা পরিচালিত। বন্ধুসুলভ হলেও তারা খুবই সম্মানীয়। সুখ্যাতি না থাকলেও তার স্কুলের অনুষ্ঠানগুলো নিয়ে তাদের মাঝে একটা ন্যাশনালিস্টিক প্রাইড ছিল। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন সময়ে এবং রিপাবলিকের তখনো জন্ম না হওয়া বাংলাদেশকে সমর্থন জানানো পাঠকের মনে দাগ কাটতে সক্ষম। সামগ্রিকভাবে, বইটি পড়া একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল।
............................................................
বই : আহাম্মকের খুদকুড়ো
লেখক : দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
Comments
Post a Comment