মোগলমারির সখি।। ভাস্কর দাস।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত ভাস্কর দাসের বই 'মোগলমারির সখি' পড়ে মতামত জানিয়েছেন প্রান্তিক বিশ্বাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
..........................................................
অন্যরকম একটা বই পড়লাম। এরকম কিছু আগে পড়িনি। তাই ভাবলাম আর পাঁচজনের সাথে শেয়ার করি।
হয়ত আপনি মোগলমারি জায়গাটার কথা আগে শুনেছেন। আমি শুনেছিলাম মাত্র কয়েকবছর আগে। আবছা মনে ছিল। বইমেলায় ট্রাভেল রাইটার্স ফোরামের স্টলে এই বইটার সুন্দর এক প্রচ্ছদ আর নাম দেখে উল্টেপাল্টে দেখি। ইনস্ট্যান্ট একটা আকর্ষণ জন্মায়। কারণ গ্রামে বড় হওয়া আমার ঠাকুমা আর বাবার পিসিমার মুখে ছোটবেলায় শোনা বেশ কিছু লোককথা। 
বইটা এখনো অবধি দুবার পড়েছি। একবার হু হু করে, সামনে পিছনে না দেখে। আর একবার সটীক। এত সুন্দর উপস্থাপনার কারণে এই ছোট্ট বইটা আমার হাতে যতটা থেকেছে, তার থেকে বেশি একে রোমন্থন করেছি মনে। 
মোগলমারিতে একটা চকিত ভ্রমণ থেকে উড়ান শুরু করে লেখকের এক ভাবনা। পরিষ্কারভাবে আরও বই, নথি, পুঁথি, আন্তর্জাল ঘেঁটে জন্ম নেয় এই মিনি জেম। একই পরণকথার (এই শব্দটার অর্থ ও ব্যবহার আগে বিশেষ জানতাম না) চারটে রূপ তুলে ধরা, তার সূত্র ধরে চার শতাব্দীর বাংলার ইতিহাস পর্যালোচনা, প্রতিষ্ঠিত সাহিত্য বনাম লোকসাহিত্য, গাঁ ঘরের মা ঠাকুমাদের সরল কথকতা ও প্রথিতযশা সাহিত্যিকদের অলঙ্করণ সবই এই অস্থিশল্যবিদ লেখকের শিল্পের ছুরি ছুঁয়ে গেছে, নিখুঁতভাবে!

বই - মোগলমারির সখি
লেখক - ভাস্কর দাস 
প্রকাশক - সুপ্রকাশ
বইটা পাবেন - কলেজ স্ট্রীটে

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।