সেকালের চিত্র-চরিত্র

গ্রামীণ বঙ্গই দীনেন্দ্রকুমারের স্ববিশ্ব, সেখানে তিনি স্বরাট-সম্রাট। বিষয়ের, চরিত্রের, দৃশ্যের বর্ণনাকে সানুপুঙ্ক্ষতায় রূপায়িত করার কাজে দীনেন্দ্রকুমার অপ্রতিদ্বন্দ্বী। দীনেন্দ্রকুমার তাঁর দেখা চিত্রাবলীতে যেখানে নিজস্ব সমমান-নিঃসৃত বর্ণ লেপন করেন, কিংবা চােখের দেখার সঙ্গে নিজস্ব দর্শনকে অঙ্গীভূত করতে চান, নিছক দৃশ্যের সঙ্গে মেলাতে চান তার অন্তরার্থকে -- তখনই রচনাগুলি পাঠকের কাছে সেকালের সামগ্রিক ও বৃহত্তর প্রেক্ষাপটটি সম্পর্কে সচেতনতা ও সতর্ক-প্রযত্ন দাবি করে।
কিন্তু প্রায় সর্বত্র লেখক হিসেবে এমন এক বিষয়-সংগঠনের মধ্য দিয়ে দীনেন্দ্রকুমার পাঠককে নিয়ে যেতে চান, যাতে দেশ-কাল-সমাজের ইতি-নেতি চিহ্নিত হয়ে যায়।

দীনেন্দ্রকুমার যে পল্লীবাংলাকে দেখেছিলেন, তা চিরস্থায়ী বন্দোবস্তের বিষাক্ত নিশ্বাসে পুড়ে যাওয়া গ্রাম। যে গ্রামে অভাব, দারিদ্র্য আর বেঁচে থাকার অসংগতি পদে পদে। যে গ্রামে পুরোনো সমাজ ভেঙে গেছে অথচ নতুন সমাজ গড়ে ওঠেনি। তাঁর পর্যবেক্ষণের পরিসরে সমাজ-ইতিহাসের অনেকানেক উপাদান ও উপকরণ ছড়িয়ে আছে। 
সব থেকে বড়ো কথা দীনেন্দ্রকুমারের লেখার পরতে পরতে মুদ্রিত হয়ে থাকে কৃষি ও গ্রামভিত্তিক সমাজে বাসকারী একটি বৃহৎ জাতিগত সমাজগোষ্ঠীর যাপিত জীবনের ইতিহাস—দেশ-কাল-পরিস্থিতির ব্যাখ্যাত্তীর্ণ ভূমিপ্রজ জীবনকথা।

সাময়িকপত্রের পাতা থেকে দীনেন্দ্রকুমারের এ যাবৎ অগ্রন্থিত ২১ টি চিত্র- চরিত্র জাতীয় লেখা গ্রন্থিত হচ্ছে উপযুক্ত সম্পাদনা, টীকা সহ। 

সেকালের চিত্র-চরিত্র
দীনেন্দ্রকুমার রায়

সংকলন, সম্পাদনা, টীকাঃ শতঞ্জীব রাহা
প্রচ্ছদ ও অলংকরণঃ সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্যঃ ৪৯০ টাকা
#সুপ্রকাশ_প্রকাশিতব্য

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।