নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত অলোক সান্যালের উপন্যাস 'নষ্ট চাঁদের আলো' পড়ে লিখেছেন রক্তিম সরকার। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। ................................................................... #bookreview #বই : নষ্ট চাঁদের আলো #প্রকাশক : সুপ্রকাশ প্রকাশনা #দাম : ৫৯০ টাকা #পৃষ্ঠা : ৩৯৭ #প্লট সমান্তরাল গল্প চলবে, একটা বর্তমান সময় ও একটা পিরিয়ডিকাল এবং উপন্যাসের স্থান ইউরোপ ও আমেরিকা। চরিত্রগুলোও বিদেশী। এখানে কেন্দ্রীয় চরিত্র এমা একটা প্রজেক্ট করছে যেটা অতীতের কোনো ঘটনাকে খুঁজে বের করা। 🌿 উপন্যাসের স্ট্রাকচার পুরোপুরি সমান্তরাল গল্পের থিওরি মেনে, অর্থাৎ একটা চ্যাপ্টার এখনকার ও একটা অতীতের। 🌿 জট পেকেছে অতীতে সেটা খুঁজে বের করা হচ্ছে এই সময়ে। 🌿 এই থ্রিলারের বেশিরভাগটাই ইনভেস্টিগেশন। 🌿 এমা, চার্চের ফাদার এছাড়া কিছু পিরিয়ডিকাল চরিত্র বেশ ভালভাবে তৈরি হয়েছে। 🌿 সুদীর্ঘ উপন্যাস, যেটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এবং প্লটের মূল কনফিল্ক্ট কিছুটা হলেও হিউম্যান ট্রাফিকিং। 🌿 শীতের এই মরসুমে হাতে তুলেই নিতে পারেন এই থ্রিলার।