দুর্লভ সূত্রধরের উপন্যাস ' অনন্যবর্তী ' পড়ে লিখেছেন অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রকাশ প্রকাশিত দুর্লভ সূত্রধরের উপন্যাস ' অনন্যবর্তী ' পড়ে লিখেছেন অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। 
............................
অনন্যবর্তী
দুর্লভ সূত্রধর
সুপ্রকাশ 

এলাকাটি একটি গ্রামীণ মফস্বল, যার ধার দিয়ে বয়ে গেছে কুন্তী নদী। মোক্তার আছে, ডাক্তার আছে, রয়েছে আরো বিচিত্র পেশার মানুষ। সেখানে উজ্জ্বল ছেলেমেয়ের পাশে আছে একদল ছেলেমেয়ে— 'যাদের জীবনে কোনো ম্যাজিক নেই '।  লেখক  এদের জীবনে কোনো ম্যাজিক নেই বললেন বটে, কিন্তু এদের জীবনের এবং এদের পরিবারের যাপনের ম্যাজিকই এই উপন্যাসের উপজীব্য। এক দঙ্গল ছেলেমেয়ে। তনয়, টুকু, শোভন, কাজু, তপেশ, তরণী— তাদের স্কুল, তাদের খেলা, তাদের স্কুলের পর নদীর ওপারে ঘুরতে যাওয়া — এর মধ্যেই বড়ো হয়ে যাওয়া। তাদের একসঙ্গে নাইট স্কুল এ মতাদর্শের জন্য শ্রমদান, অনুচ্চকিত রাজনীতি— এ সবই তো আছেই, সঙ্গে এই উপন্যাসে রয়েছে প্রেম। সেই প্রেমের ধরন বড়ো নিজস্ব তাদের। 

এই ছেলেমেয়ের দলের কাহিনীর পাশাপাশি চলেছে আরও একটি সমান্তরাল আখ্যান। সেই আখ্যান এদের আগের প্রজন্মের মানুষদের নিয়ে। মধ্যবিত্তের বিপন্নতা, শুশ্রূষাহীন প্রতিবেশের মধ্যেও কয়েকটি মানুষের পরস্পরের সঙ্গে বেঁধে বেঁধে থাকা। 
 এই দুই প্রজন্মের কাহিনীর মধ্যস্থতাতেই প্রায় একটা গ্রামীণ মফস্বল, তাদের অর্থনীতি  নিয়ে উঠে এসেছে লেখকের নিপুণ মেধাবী অনুকরণীয় গদ্যে। নদীর এপার ওপারের বিষমতা, সমাজের এপার ওপারের বিষমতা মেলাতে চায় একসঙ্গে বেঁধে থাকা একদল মানুষ। কিন্তু হয়ে ওঠে কী! 
সৌজন্য চক্রবর্তীর অলংকরণ ও প্রচ্ছদ মানানসই।

Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।