সিদ্ধিগঞ্জের মোকাম।। মিহির সেনগুপ্ত।


'মিহিরবাবুর রচনায় হিন্দু-মুসলমান সম্পর্কের বিশ্লেষণ নেই, ছবি আছে। সে ছবি নানা রঙের---অত্যাচার-দাঙ্গার ঘনকৃষ্ণ বর্ণ থেকে ফুর্তি-ভালবাসার গাঢ় সবুজ অব্দি তার ব্যাপ্তি।'

'...ছোমেদ মেয়ার কথায় বলি---

"মানুষই মানুষরে মারে, মানুষই মানুষরে ধরে,
মানুষ ভাসায়, মানুষ ডোবায়, মানুষই সব করে।"

তারপরেও আছে, সব মানুষের শেষ ইচ্ছা : 

"শোক আছে দুঃক আছে
মোগো চিরকাল
উপাসও কাপাসও আছে
প্যাডে হরতাল।
তমো মোরা উচ্ছবের করি আয়োজন।
বাচনের জইন্য তাহা অতি পেরোজোন।।"

যে প্রচন্ড প্রাণশক্তি অনাহার-অর্ধাহারের মধ্যেও উৎসবে মাততে পারে, মিহিরের বিবরণে তারই জয়গান। এই অসামান্য কাহিনী বাঙালি পাঠকমাত্রেরই চেতনাগোচর হওয়া বাঞ্ছনীয়।' 

---তপন রায়চৌধুরী 
(নন্দন পত্রিকায় প্রকাশিত আলোচনার একাংশ) 




সিদ্ধিগঞ্জের মোকাম
মিহির সেনগুপ্ত

#সুপ্রকাশ


Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।