জাফির অ্যাডভেঞ্চার। আহমেদ খান হীরক।

"জাফি আর নেই। মারা গেছে।

প্রথম দর্শনে জাফিকে দেখে এমনই মনে হয়েছিল ব্রের। ছুটে গিয়েছিল বন্ধুর কাছে। উদার সাহসী এই বন্ধুর প্রতি মনে মনে এক রকমের শ্রদ্ধাও জন্মেছে তার ভেতরে ভেতরে।

ভালোবাসার মানুষ যখন শ্রদ্ধারও হয়ে যায় তখন এক অদ্ভুত আত্মীয়তার সৃষ্টি হয়। মৃত জাফিকে দেখে ব্রের সেই আত্মার আত্মীয়টা ডুকরে কেঁদে উঠেছিল।

ছুটে গিয়ে দুহাতে জড়িয়ে ধরে দেখল বন্ধুর বিধ্বস্ত শরীর। খোলসের অন্তত তিনটি জায়গা ফেটে গেছে। মাথা থেকে রক্তের সরু ধারা গড়াচ্ছে। কোমরের কাছেও আঘাত। কিন্তু হেহেহে করে হেসে উঠল ব্রে। যে কেউ দেখলে ভাবত বন্ধু শোকে হয়ত পাগল হয়ে গেছে। আসলে জাফিকে জড়িয়ে ধরেই বুঝতে পেরেছে বন্ধুটি বেঁচে আছে। খুবই আহত । জ্ঞান নেই। বাঁচানো যাবে কিনা সন্দেহ, কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে! খুবই ধীর লয়ে শ্বাস চলছে... হ্যাঁ শ্বাস তো চলছে!

সবকটা ঝিনুক আর শামুককে লাল পাথরের চাঁইয়ের কাছে পৌঁছে ব্রে চলে এসেছিল বন্ধুর খোঁজে। পৃপাও আসতে চেয়েছিল। কিন্তু বেশ কয়েকজন ঝিনুক আর শামুক আহত অবস্থায় থাকায় এবং বিশেষত মহামান্য সুমোর জ্ঞান না ফেরায় ওদের সাথে থাকতেই বাধ্য হয়েছিল। ব্রে এখন জাফিকে ধরে হাঙরের গতিতে ছুটছে লাল পাথরের দিকে। সময়ের আগে তাকে পৌঁছাতে হবে বন্ধুকে নিয়ে।

লাল পাথরের কাছে যখন পৌঁছাল ব্রে আর জাফি, দেখল পানি পেয়ে অনেকেই নিজেদের সামলে নিয়েছে। দুয়েকজন একটু আধটু কাতরাচ্ছে, এই যা!

সবচেয়ে ভালো খবর মহামান্য সুমোর জ্ঞান ফিরেছে। যদিও শারীরিক সামর্থ্য পুরোপুরি ফিরে পাননি। একটা নুড়িতে ঠেস দিয়ে শুয়ে আছেন তিনি। সরু কণ্ঠে হলেও কথা বলতে পারছেন। পৃপা তাঁর সাথেই ছিল। জাফিকে দেখে ব্রের কাছে ছুটে গেল সে।

‘কী হয়েছে ওর?’ পৃপা চিৎকার করে উঠল।

‘বেঁচে আছে বেঁচে আছে...' সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল ব্রে। অথচ নিজেই শান্ত না। একটা বিছানার ওপর শুইয়ে দিল জাফিকে। চিৎকার করে বলল, 'এখন চিকিৎসা দরকার... পৃপা... সেবাও দরকার... আমার বন্ধু ঠিক বেঁচে উঠবে। উঠবে না। বলো?” এবার ঝরঝর করে কেঁদে ফেলল ব্রে।

ভাগ্যিস সমুদ্রের ভেতর কান্না আলাদা করা যায় না... নাহলে দেখা যেত লাল পাথরের চাঁই ঘিরে শুধু ব্রে আর পৃপা না, সব কটা শামুক ঝিনুক কাঁদছে। হাউমাউ করে কাঁদছে।"



জাফির অ্যাডভেঞ্চার 
আহমেদ খান হীরক

প্রচ্ছদ ও অলংকরণঃ মেখলা ভট্টাচার্য
মুদ্রিত মূল্যঃ ১৮০ টাকা

#সুপ্রকাশ




Comments

Popular posts from this blog

প্রতিযাত্রা।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

লেটারপ্রেসের কম্পোজিটর : এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।

সিদ্ধিগঞ্জের মোকাম।। মিহির সেনগুপ্ত।। সুপ্রকাশ।।