প্রেমপত্র। আলাপ বিলাপ। স্বপ্নময় চক্রবর্তী

 রাধানাথ বিদ্যাবিনোদ তাঁর 'দাম্পত্যসুখচন্দ্রোদয়' নামের একটি চটি বইতে দাম্পত্যসুখের নানা উপায় প্রসঙ্গে প্রেমপত্র-লিখনের কথাও বলেছিলেন। "পতি যদি প্রবাসে থাকিবে, স্ত্রীকে পত্র দিবে। স্ত্রীকে যদি লজ্জাবশত পৃথক পত্র দিতে সংকোচ বোধ হয়, তবে গৃহকর্তার পত্রাভ্যন্তরেই স্ত্রীকে পত্র দিবে। তাহতে প্রেমবার্তা না থাকিলেও স্বামীর পত্রে কোন স্ত্রী না পুলকিত হয়! স্বামী সেই পত্রে সাংকেতিক বার্তা প্রয়োগ করিতে পারেন, যাহা কেবল ঐ দম্পতিই বুঝিবে।"

রাধানাথ পত্রবিনোদ কোনো উদাহরণ দেননি বটে, তবে এই নিবন্ধকার কল্পনায় সেরকম একটি চিঠি রচনা করতেই পারে।

চিঠিটি তাঁর মায়ের প্রতি লেখা খামের ভিতরে আছে ধরা যাক। তাঁর পিতার প্রতি প্রেরিত পত্রাভ্যন্তরে স্ত্রীকে লেখা চিঠি পাঠাতে সংকোচ বোধ হতেই পারে। ১৯৩৮ সালে পত্রলেখকের মাতাঠাকুরানি হয়তো পড়তে পারেন না। পত্রলেখকের পিতাঠাকুরই ওই চিঠি পড়ে দেন। কিংবা সাক্ষরা নবপুত্রবধূ। কিন্তু পত্রলেখকের একটু রিস্ক থেকেই যাচ্ছে। উনি জানতে পারছেন না চিঠিটি কার হাতে প্রথমে যাবে। ফলে একটু বুঝেসুঝে।

পরম কল্যাণীয়াসু,
কর্মস্থলে নিরাপদে পৌঁছিয়াছি। পথে মায়ের দেওয়া নারকেল নাড়ু খাইয়াছি। উহা অতি উপাদেয় হইয়াছিল। কেবলই বাড়ির পেয়ারা গাছটার কথা মনে হইতেছে। পেয়ারা পাকিয়াছে দেখিয়া আসিয়াছি। তুমি গাছটির যত্ন করিও। মাতা ঠাকুরাণী ও পিতৃদেবের যত্ন করিও। পিতৃদেবের পোশাকাদি গুছাইয়া দিও। আমার ভগিনীর সহিত হাস্যালাপ করিও। আবার দুর্গাপুজায় আসিব। তখন আরতি করিব। গতরাত্রে আরতি করার স্বপ্ন দেখিয়াছিলাম। আর বিশেষ কী। এখানের মন্দিরে তোমার নামে প্রত্যহ একটি করিয়া বেলপত্র দিতেছি।
ভবদীয়
জগন্নাথ দেবশর্মনং

চিঠিটি কাল্পনিক কিন্তু সে সময় প্রেমপত্রের চরিত্র এরকমই ছিল। রাধাবিনোদ কথিত সাংকেতিক প্রেমশব্দ এখানে রয়েছে। যেমন--
পেয়ারা=প্রেমাস্পদা স্ত্রী, আরতি=রতিক্রিয়া, বেলপত্র= চুম্বন।

এবার পাঠক চিঠিটি আরেকবার পড়ে নিন।

প্রেমপত্র
আলাপ বিলাপ
স্বপ্নময় চক্রবর্তী

মুদ্রিত মূল্যঃচারশো টাকা
#সুপ্রকাশ


অনলাইন অর্ডার লিঙ্কঃ https://thinkerslane.com/?product=alap-bilap

বাংলাদেশে বইটি পেতে সুপ্রকাশের নাম করে নোকতা(বুবুক), তক্ষশিলা বা বাতিঘরে অর্ডার দিতে পারেন।



Comments

Popular posts from this blog

বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা ১।। সম্পাদনা : সুজন বন্দ্যোপাধ্যায়।।

সময় ভ্রমণ।। দার্জিলিং : পাহাড়-সমতলের গল্পগাছা।। সৌমিত্র ঘোষ।।

সময় ভ্রমণ।। সৌমিত্র ঘোষ।।